ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত ৪০০ বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী।

মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেছেন, তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন। তারা নিরাপদ স্থানে যেতে চান। তাদের মধ্যে প্রায় ১০০ জন তেহরানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের নিরাপদে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

আরো পড়ুন:

আলজাজিরার বিশ্লেষণ: ইরান-ইসরায়েল সংঘাতের বৈশ্বিক প্রভাব

ইরান থেকে ৬ শতাধিক বিদেশি আজারবাইজানে চলে গেছে

তিনি বলেন, তেহরানে অবস্থানরত বাংলাদেশের নাগরিক ও দূতাবাসের কর্মকর্তারা হুমকির মধ্যে আছেন। তেহরান দূতাবাসের রাষ্ট্রদূতের বাসভবন ইতোমধ্যেই স্থানান্তর করা হয়েছে। কূটনীতিকসহ দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের প্রায় ৪০ জনকে নিরাপদ স্থানে নেওয়া হবে।

শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের বিভিন্ন স্থানে সামরিক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বিমান হামলায় ইরানে প্রতিদিনই হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানও ইসরায়েলে পাল্টা হামলা করছে।

ঢাকা/হাসান/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র পদ স থ ন ইসর য় ল

এছাড়াও পড়ুন:

পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়

ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

সম্পর্কিত নিবন্ধ