পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
Published: 18th, June 2025 GMT
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭.
ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২০২টি কোম্পানির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত আছে ৮২টির।
আরো পড়ুন:
প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা
মার্জিন ঋণ-নেগেটিভ ইক্যুইটি-প্রভিশনের তথ্য চায় বিএসইসি
এদিন ডিএসইতে মোট ৩২৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৪.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ১০৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৩.৮২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৬৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.৪১ পয়েন্ট কমে ৮৫১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০.৪৮ পয়েন্ট কমে ১১ হাজার ৩৭৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৪টি কোম্পানির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত আছে ৪২টির।
সিএসইতে ২৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট স এসইত ড এসই স এসই
এছাড়াও পড়ুন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিএসইতে তিনটি মাস্টার্স প্রোগ্রাম, আবেদন শেষ ১১ জুলাই
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০২৫-২৬ সেমিস্টারে ২০তম ব্যাচে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তির জন্য আবেদন করা যাবে ১১ জুলাই পর্যন্ত।
আবেদনের যোগ্যতা—এক বছর মেয়াদি এমএসসি: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি।
এক বছর ৬ মাস মেয়াদি এমএসসি: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা (তিন+এক বছর) মেয়াদি স্নাতক বা (দুই+দুই বছর) মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
দুই বছর মেয়াদি এমএসসি: যেকোনো বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে।
আবেদন যেভাবে—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস থেকে অফিস চলাকালীন আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও সব পরীক্ষার সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। অনলাইনে আবেদনের লিংক দেখুন
ভর্তি পরীক্ষার বিস্তারিত—আবেদনের শেষ তারিখ: ১১ জুলাই ২০২৫।
ভর্তি পরীক্ষার তারিখ: ১৮ জুলাই ২০২৫।
ক্লাস শুরুর তারিখ: ২৫ জুলাই ২০২৫।
আরও তথ্য জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।