আবারও শুরু হতে যাচ্ছে ‘বৈষ্টমী রকফেস্ট’। আগামী শুক্রবার রাজধানীর পূর্বাচল নিউ টাউনে সুন্দরী ক্যাফে অ্যান্ড আর্ট স্পেসে কনসার্টটি আয়োজন করা হচ্ছে।
গত বছর থেকে কনসার্টটি আয়োজন করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘বৈষ্টমী’। বৈষ্টমী জানিয়েছে, প্রতিবারের মতো এবারের কনসার্টেও নতুন ও পুরোনো প্রজন্মের ব্যান্ডের সমন্বয় থাকছে।
এবারের কনসার্টে পারফর্ম করবে নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড ‘সিম্ফনি’, হালের আলোচিত হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’। আরও থাকছে নারীদের ব্যান্ড ‘এফ মাইনর’, গাইবেন রক ও থ্রাসমেটাল গায়ক কে এইচ এন।
বৈষ্টমীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আয়শা এরিন বলেন, ‘গত বছর রাজধানীসহ আটটি বিভাগে কনসার্ট আয়োজনের স্বপ্ন ছিল। পরপর দুই মাসে দুটি কনসার্ট আয়োজনের পরই দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটে গেল। আশা করি, গত বছরের অপূর্ণতা এবার আর থাকবে না।’
বৈষ্টমী জানায়, পরের কনসার্টটি হবে আগামী ১২ জুলাই। এদিন পারফর্ম করার কথা রয়েছে ভাইকিংস, আর্টসেল ও তরুণ প্রজন্মের আরেকটি ব্যান্ডের। ২৬ জুলাই মেগা কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বৈষ্টমী। তবে তা চমক হিসেবেই রাখতে চায় তারা।
আরও পড়ুনবুধবার শুরু হচ্ছে ‘বৈষ্টমী রকফেস্ট ২০২৪’২৯ মে ২০২৪এর আগে এ আয়োজনে পারফর্ম করে ওয়ারফেজের সাবেক ভোকাল মিজানের নতুন ব্যান্ড এমএনএম, আর্ক, বাংলা ফাইভ, হাইওয়ে। বৈষ্টমীর প্রতিটি কনসার্টেই পারফর্ম করছেন হার্ড রক গায়ক কে এইচ এন।
কনসার্টের ইভেন্ট পার্টনার ইস্টিশন কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রুদ্র হক জানান, ইতিমধ্যেই সব আয়োজন সম্পন্ন হয়েছে। বিকেল ৫টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিট পাওয়া যাচ্ছে গেটসেটরকের ওয়েবসাইটে। তা ছাড়া ভেন্যুতেও টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শক।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বৃষ্টির দিনে মেকাপ করলে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি
বৃষ্টির দিনে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় শরীর থেকে ঘাম ঝরে। এই সময়ে মেকআপ সহজেই গলে যেতে পারে। সেজন্য বৃষ্টির দিনে মেকাপ করলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
এক. দিনের বেলায় বেশি ভারী মেকআপ ব্যবহার না করাই ভালো।
দুই. এমন মেকআপ সামগ্রী ব্যবহার করা উচিত যাতে ঘামের সমস্যা না হয়।
আরো পড়ুন:
বর্ষায় র্যাশের সমস্যা কমানোর ৫ টি উপায়
বৃষ্টির দিনে প্রিয় খাবার খিচুড়ি, আর কী?
তিন. বৃষ্টির দিনে মুখের ত্বকের জন্য সবচেয়ে ভালো সানস্ক্রিন বেসড ক্রিম।
চার. মেকআপ করার সময় প্রাইমার ব্যবহার করতে ভুলবেন না।এই সময় ওয়াটারপ্রুফ এবং ঘামরোধী প্রাইমার ব্যবহার করুন। দেখবেন যে, মেকআপ সহজে নষ্ট হবে না বা গলে যাবে না।
পাঁচ. কপাল থেকে নাক বরাবর অংশ অর্থাৎ মুকের টি-জোন, থুতনি এবং গলায় অবশ্যই মেকআপের পর ফেস পাউডার মেখে নেবেন।
উল্লেখ্য, বৃষ্টিতে ভিজে কাজল, আইলাইনার, মাসকারা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সেজন্য এই সময়ে ওয়াটারপ্রুফ প্রসাধনী দিয়ে চোখের মেকআপ করতে পারেন।
ঢাকা/লিপি