‘ধান নদী খাল—এই তিনে বরিশাল’, এটি পুরোনো কথা। বৃহত্তর বরিশাল ঘিরে আছে বহু নদী। বরিশাল থেকে নদীপথে আড়াই ঘণ্টা ভোলার দিকে গেলে আট নদীর দেখা মেলে।

রোববার কাজকর্ম সেরে, অনেকটা দৌড়ে ঘাটে গিয়ে টিকিট কাটলাম। এমভি বিউটি অব ইমা এক্সপ্রেস লঞ্চে উঠে পড়লাম। উদ্দেশ্য, বরিশাল থেকে ভোলা যাব। পেটে প্রচণ্ড খিদে, তাই লঞ্চের ভাতের হোটেলে খেয়ে নিলাম। লঞ্চ ছাড়ল বেলা দেড়টায়। দোতলার পেছনে গিয়ে দেখি, মাথার ওপর মস্ত নীল আকাশ।

চারদিকে কীর্তনখোলা নদী। সবুজ দিয়ে ঘিরে রেখেছে প্রকৃতি। ১৮০১ সালের আগে এ নদীকে বরিশাল নদী, সুগন্ধা নদী নামে ডাকা হতো। বরিশালের শায়েস্তাবাদ থেকে শুরু, ঝালকাঠির নলছিটির কাছে শেষ। প্রাচীন পদ্মার ধারা থেকে কীর্তনখোলার উৎপত্তি।

প্রায় আড়াই কিলোমিটার চলার পর লঞ্চটি ডানে বুখাইনগর নদীতে বাঁক নেয়। এ নদীর বাঁ পাশে চরমোনাই আর ডান পাশে কাউয়ার চর। দুই পাশে সবুজ আর সবুজ। বর্ষায় ভিজে যেন আরও সতেজ হয়েছে। হোগলাবন, বাদাম, রেইনট্রি, তাল, তমাল, শিরীষ, কলাখেত, ধঞ্চেখেত, পাটখেত, পানের বরজ, মাছের খামার, আমড়াবাগান। খেজুরগাছে রঙিন খেজুর। ভাঙনমুখী বাড়িঘর, দালানকোঠাগুলো যেন আরও নদীর কাছে চলে এসেছে। একসময়ের জলাভূমি দিন দিন চাষাবাদী জমি আর জনবসতিতে পরিণত হচ্ছে। বেড়েছে খেয়া পারাপারের ঘাটের সংখ্যা। চরমোনাই থেকে লাহারহাট বুখাইনগর নদীর এই ১২ কিলোমিটার লঞ্চ চলে একটু ধীরে। শীতে এ নদীতে প্রায়ই লঞ্চ আটকে গেলেও এখন ভরা বরষায় কূল ছাপিয়ে পানি থই থই করছে।

বুখাইনগর আর বিঘাই নদের মিলনস্থলে লাহারহাট লঞ্চঘাট। এইচ বেভারেজ তাঁর ‘ডিস্ট্রিক্ট অব বাকেরগঞ্জ’ বইয়ে লিখেছেন, ‘বরিশাল নদী বিঘাই নদীর অব্যাহত রূপ।’ নদীকোষে আছে, পটুয়াখালীর মির্জাগঞ্জ ও বরগুনার আমতলীর গুলিশাখালী হয়ে দক্ষিণমুখী হয়ে প্রবাহিত। লাহারহাটের পাশ দিয়ে বিঘাই কালাবদর, তেঁতুলিয়া ও গণেশপুরা নদ–নদীর সঙ্গে মিশেছে।

নদীর তীরজুড়ে শত শত মহিষের পাল আর জলচর পাখি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বর শ ল

এছাড়াও পড়ুন:

বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...

গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।

একনজরে সিনেমা: ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ স্ট্রিমিং: নেটফ্লিক্স ধরন: ড্রামা, ক্রাইম থ্রিলার রানটাইম: ১ ঘণ্টা ৩২ মিনিট পরিচালক: সাইমন স্টোন অভিনয় : কিরা নাইটলি, গাই পিয়ার্স, ডেভিড আজালা, গিটে উইট, আর্ট মালিক, হান্নাহ ওয়াডিংহাম, কায়া স্কোডেলারিও

লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।

‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ