বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ফের পদত্যাগের ঘটনা। জাতীয় চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান পদ ছেড়েছেন। এর মাত্র চার মাস আগে হঠাৎ করেই পদত্যাগ করেছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ।

একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, আমি গতকাল (মঙ্গলবার) মোস্তফা জামানের পদত্যাগপত্র হাতে পেয়েছি। এখনও মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। সম্ভবত আগামীকাল পাঠানো হবে। উনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিনের মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদত্যাগ করেন। এরপর ৯ সেপ্টেম্বর নাট্যজন ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে মহাপরিচালক পদে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। তবে তিনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি নাট্যশালায় এক অনুষ্ঠানে হঠাৎ মঞ্চেই পদত্যাগের ঘোষণা দেন। পরে তিনি এক বিবৃতিতে একাডেমির কর্মকাণ্ডে অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা এবং সংস্কৃতি উপদেষ্টার ‘হস্তক্ষেপ’-এর অভিযোগ তোলেন।

পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর একাডেমির ছয়টি বিভাগে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয় দুই বছরের জন্য। চারুকলা বিভাগের দায়িত্ব পান মোস্তফা জামান। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগে ফয়েজ জহির, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগে মেহজাবীন রহমান, গবেষণা ও প্রকাশনা বিভাগে তানজিম ওয়াহাব, প্রযোজনা বিভাগে আব্দুল হালিম চঞ্চল এবং প্রশিক্ষণ বিভাগে এফ এম নুরুর রহমান দায়িত্ব নেন।

তবে মহাপরিচালক পদটি বর্তমানে শূন্য থাকায় একাডেমির কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই।

পরিচালনা পরিষদের সদস্য ও লেখক আলতাফ পারভেজ বলেন, মহাপরিচালক না থাকলে কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান কার্যকরভাবে চলতে পারে না। তাঁকেই তো পুরো কাঠামোর চালক বলা হয়। আলতাফ পারভেজও পরিষদ থেকে পদত্যাগের কথা ভাবছেন। তিনি বলেন, আমি পদত্যাগপত্র ড্রাফট করে রেখেছি, এখন কেবল জমা দেওয়া বাকি। শিগগিরই দিয়ে আসব। একাডেমির সাম্প্রতিক এ ধারাবাহিক পদত্যাগ এবং প্রশাসনিক অচলাবস্থা সংস্কৃতি অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পদত য গ এক ড ম র পদত য গ র চ লক বছর র

এছাড়াও পড়ুন:

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বিএনপির পদ স্থগিত থাকা আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন। বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী মামলার পরবর্তী দিন আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেন ও শাহীনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। শাহীন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান।  

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছর ১১ আগস্ট ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর ভরাটের চেষ্টা বিএনপি নেত্রী শিরিনের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ছিল ষড়যন্ত্রমূলক। তার দাদা ৬৫ বছর পূর্বে পুকুরটি ক্রয় করেছেন। ওয়ারিশ সূত্রে তিনি আধা শতাংশ মালিকও নন। এর মূল্যে কোনোভাবেই ১০ কোটি টাকা হতে পারে না। তাছাড়া পুকুরটি এখন ব্যবহার অযোগ্য। সেটি ভরাটের সঙ্গে তিনি (শিরিন) কোনোভাবেই জড়িত নন।

মামলা করা পর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আইনজীবী শিরিন বলেন, ‘সংবাদটি প্রকাশ করে আমার রাজনৈতিক ও পরিবারের সামাজিক ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। একাধিক প্রতিবাদ লিপি দিলেও পত্রিকাটির কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। ব্যুরো প্রধানকে পর পর দিনটি আইনি নোটিশ দিলেও তিনি জবাব দেননি’। 

এ বিষয়ে সাংবাদিক শাহিন বলেন, ‘জাল দলিল সূত্রে পুকুরটির মালিকানা বদল হয়েছে। দালিলিকভাবে সেটি জনস্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত পুকুর। জলাশয় আইনে এটি ভরাট করা অপরাধ। ৫ আগস্টের পর পটপরিবর্তনের পর শিরিনের ভাই শামিম সশরীরে উপস্থিত থেকে পুকুর ভরাট করেন। ভরাট করায় পরিবেশ অধিদপ্তর যে নোটিশ দিয়েছে, তাতেও শিরিনের নামও রয়েছে। মামলার বিষয়টি আদালতে আইনিভাবে মোকাবিলা করা হবে’।

সম্পর্কিত নিবন্ধ