প্রথমবারের মতো ৩২ দলের রোমাঞ্চকর ক্লাব বিশ্বকাপ এবার পৌঁছে গেছে চূড়ান্ত ধাপে। মাসব্যাপী উত্তেজনার পর বাছাই হয়ে গেছে চার সেরা দল। যারা এবার শিরোপার জন্য লড়বে শেষ চারে। জমজমাট এই সেমিফাইনালে দেখা যাবে ইউরোপ আর লাতিন আমেরিকার লড়াই। তার সঙ্গে যোগ হবে তারকাখচিত রোমাঞ্চ।

প্রথম সেমিফাইনাল: চেলসি বনাম ফ্লুমিনেন্স,
ভেন্যু: নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম,
তারিখ ও সময়: ৯ জুলাই, রাত ১টা (বাংলাদেশ সময়)।

ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স সৌদি আরবের হেভিওয়েট আল হিলালকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। অপরদিকে ইংলিশ জায়ান্ট চেলসি লাতিন প্রতিদ্বন্দ্বী পালমেইরাসকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। এই দুই দল মুখোমুখি হওয়ার মধ্য দিয়েই জমে উঠবে প্রথম সেমিফাইনাল। ইউরোপের পেশাদারিত্ব আর লাতিন আমেরিকার কৌশলী ফুটবলের এই লড়াই নিয়ে উত্তেজনার শেষ নেই।

আরো পড়ুন:

আবার বাবা হলেন নেইমার

ইতিহাস গড়ে দেশে ফিরেই সংবর্ধনা পাচ্ছে নারী ফুটবল দল

দ্বিতীয় সেমিফাইনাল: রিয়াল মাদ্রিদ বনাম পিএসজি,
ভেন্যু: মেটলাইফ স্টেডিয়াম,
তারিখ ও সময়: ১০ জুলাই, রাত ১টা (বাংলাদেশ সময়)।

একদিকে আছে ইউরোপের রাজা রিয়াল মাদ্রিদ, যারা বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে সেমিতে পৌঁছেছে। অন্যদিকে, ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) তাদের শক্তিমত্তার প্রমাণ রেখেছে বায়ার্ন মিউনিখকে ২-০ ব্যবধানে হারিয়ে।
এই দুই জায়ান্টের মুখোমুখি লড়াই মানেই তারকাদের ঝলক, গতি, কৌশল এবং বিশ্বমানের ফুটবলের প্রতিশ্রুতি।

ফাইনাল কবে?
এই দুই সেমিফাইনাল জয়ীরা মুখোমুখি হবে ১৪ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে। তখনই নির্ধারণ হবে— কে হবে নতুন ক্লাব বিশ্ব চ্যাম্পিয়ন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল স ম ফ ইন ল

এছাড়াও পড়ুন:

কুকসুর গঠনতন্ত্র প্রণয়নে সময়সীমা বেড়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (কুকসু) গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় আরো ১০ কর্মদিবস বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন:

কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে কুরআন বিতরণ

কুবি শিক্ষার্থীকে উত্যক্ত করায় ৫ যুবক আটক

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১০৬তম সিন্ডিকেট সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যদের এই কমিটি গঠন করা হয়েছিল।

ওই কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু সময় পার হয়ে গেলেও প্রতিবেদন জমা দিতে পারেননি কমিটির সদস্যরা।

প্রতিবেদন জমা না দেওয়ার বিষয়ে কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, “ছাত্র সংসদের মতো গুরুত্বপূর্ণ সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন করার জন্য সাত কর্মদিবস যথেষ্ট নয়। আমরা এরই মধ্যে চারদিন কর্মশালার মতো করে বৈঠকে বসেছি। আমরা যেহেতু এটা প্রথম করছি, অনেক বিষয় বিবেচনা করেই করতে হচ্ছে।”

তিনি বলেন, “কমিটির সঙ্গে বৈঠকে বসার পর বুঝতে পারছি, একজন আইনজ্ঞ দরকার। এজন্যই আইন বিভাগের বিভাগীয় প্রধানকে আমরা কমিটিতে অন্তর্ভুক্ত করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক বিল্লাল হোসেন স্যারকেও আমাদের এখানে নিয়ে আসব, যাতে আমাদের গঠনতন্ত্রটা অন্যদের জন্য অনুসরণীয় হয়। এজন্যই আমাদের আরও কিছুদিন সময় দরকার। আমরা উপাচার্য স্যারের কাছে ১০ কর্মদিবস সময় চেয়েছি এবং তিনি সম্মতি দিয়েছেন।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “কমিটিতে আরো দুইজন সদস্য বাড়ানো হয়েছে। তাদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের বাইরের। তিনি এসে কমিটির সঙ্গে বৈঠক করে গঠনতন্ত্র প্রণয়ন করার জন্য কমিটির পক্ষ থেকে আরো ১০ কর্মদিবস সময় চেয়েছেন। আমরা তাদের সময় দিয়েছি।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ভবিষ্যতের চাকরিজগৎ ‘রিমোট’ বা ‘হাইব্রিড’ নয়—আসছে ‘মাইক্রোশিফটিং’ যুগ
  • ৪৮তম বিসিএসে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষার সূচি প্রকাশ
  • জিমেইলে নতুন এআই সুবিধা
  • কুকসুর গঠনতন্ত্র প্রণয়নে সময়সীমা বেড়েছে
  • হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত, কারণ অনিবার্য
  • বিমানে ইন্টার্ন নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ