খাল থেকে যুবলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার
Published: 8th, July 2025 GMT
কক্সবাজারের উখিয়ার জালিয়ার মনখালীর ইউপি সদস্য ও যুবলীগ নেতা কামাল হোসেনের বস্তাবন্দী মরদেহ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে খালে ভাসমান মরদেহ দেখে শনাক্ত করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
নিহত কামাল হোসাইন উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
স্থানীয়রা বলছেন, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে উখিয়ার মনখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় বড়ুয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ খাল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য বল গ ন ত মরদ হ
এছাড়াও পড়ুন:
তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১১৯ বার
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তা জমা দিতে পারেনি। এ জন্য ঢাকা মহানগর হাকিম মিনহাজুর রহমান প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ঠিক করেন। এ নিয়ে তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১৯ বার পেছাল।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতি নৃশংসভাবে খুন হন। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। খুনের ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটি উচ্চ আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করছে।