রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতা নিশ্চিতসহ ৫ দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের
Published: 9th, July 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিকতা নিশ্চিতকরণ, হল ডাইনিংয়ে ভর্তুকি চালু, রাকসু নির্বাচনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্রসংগঠনগুলোর মোর্চা ‘গণতান্ত্রিক ছাত্র জোট’। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন তাঁরা । একই সঙ্গে দাবি আদায়ের লক্ষ্যে সাত দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের পর একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা থাকলেও এক বছর পার হতে চললেও শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলোর কোনো সমাধান হয়নি। শিক্ষার্থীরা উচ্চমূল্যে অস্বাস্থ্যকর খাবার খেতে এবং মেস বা গণরুমে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হচ্ছে, যা তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।’
ফুয়াদ রাতুল আরও বলেন, ‘প্রশাসন শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ না নিয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। এই ৫ দফা দাবি আদায়যোগ্য এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত। এই দাবিগুলোর পক্ষে জনমত গঠন এবং প্রশাসনকে চাপ প্রয়োগ করতেই ৭ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রসংগঠনকেও এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।’
পাঁচ দফা দাবির এক নম্বরে আছে নতুন হল নির্মাণ করে শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করতে হবে। সিট বণ্টনের অবৈধ প্রক্রিয়া বাতিল করে অধ্যাদেশ অনুযায়ী বয়োজ্যেষ্ঠতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে সিট প্রদান করতে হবে। প্রভোস্টের স্বাক্ষরের জন্য ধার্যকৃত ৫০ টাকার বিবিধ উন্নয়ন ফি বাতিল করতে হবে। ২ নম্বর দাবি হলো– বিশ্ববিদ্যালয়ের বাজেটে হল ডাইনিংয়ের জন্য পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে। বর্তমান ক্যাটারিং ব্যবস্থা বন্ধ করে ভর্তুকি দিয়ে সব হলে পুষ্টিকর ও সুলভ মূল্যের খাবার চালু করতে হবে। তিন নম্বর দাবি– বধ্যভূমি থেকে হবিবুর রহমান হল পর্যন্ত এবং স্টেশন বাজার থেকে বিনোদপুর অভিমুখী দুটি গুরুত্বপূর্ণ রাস্তা অবিলম্বে চলাচলের উপযোগী করে সংস্কার করতে হবে।
৪ নম্বর দাবি– বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করতে হবে। এর জন্য পর্যাপ্ত ডাক্তার, নার্স, টেকনিশিয়ান নিয়োগ, অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি এবং উন্নতমানের ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে হবে। আর ৫ নম্বর দাবি হলো ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনে অবিলম্বে শিক্ষার্থী সংসদ (রাকসু) নির্বাচন দিতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে সংঘটিত আগের বিভিন্ন সন্ত্রাসী ঘটনা, যেমন সাতটি হলে কোরআন পোড়ানো, শিক্ষকের বাসায় ককটেল হামলা এবং জোটের কর্মসূচিতে হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, ছাত্র ইউনিয়নের (একাংশ) কোষাধ্যক্ষ কায়সার আহমেদ, বিপ্লবী ছাত্রযুব আন্দোলনের সংগঠক তারেক আশরাফ, বিপ্লবী ছাত্রমৈত্রীর সদস্য আল আশরাফ রাফি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন শ চ ত করত
এছাড়াও পড়ুন:
ইলিশ ধরায় ২২ জেলের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞা চলাকালীন মা ইলিশ ধরায় ২২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেছেন, বুধবার ভোরে সদরপুর উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় মোবাইল কোর্ট। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে ২২ জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি জানান, অভিযানকালে জব্দ করা ২০ কেজি ইলিশ মাছ পূর্ব শ্যামপুর মাদ্রাসা এবং দশহাজার মাদ্রাসায় বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/তামিম/রফিক