শ্রীমঙ্গলে চা–বাগানে সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকের মৃত্যু
Published: 10th, July 2025 GMT
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার হরিণছড়া চা–বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
মৃত চারজন হলেন হরিণছড়া চা–বাগানের শ্রমিক কৃষ্ণরবি দাস (২০), শ্রাবণ (১৮), নিপেন (২৭) ও রানা (১৬)। এ ছাড়া রবি বুনার্জি (২০) নামের আহত একজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি আমিনুল ইসলাম আজ বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় প্রথম আলোকে বলেন, গতকাল রাতে হরিণছড়া চা–বাগানে সেপটিক ট্যাংকে নেমে ওই পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। দুর্গম এলাকা হওয়ায় তাঁদের হাসপাতালে আনতে সময় লেগেছে৷ প্রথমে তাঁদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে সেখান থেকে তাঁদের মৌলভীবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। মরদেহগুলো ওই হাসপাতালে রাখা আছে।
ওসি আমিনুল ইসলাম আরও বলেন, ‘আমরা ধারণা করছি, সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ওই চারজনের মৃত্যু হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছি।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫