সন্তানসহ বাবার বাড়িতে বেড়াতে আসেন মৌসুমী আক্তার (২৭)। বাড়ির প্রধান ফটকে পৌঁছেই দরজার পাশে বসে পড়েন তিনি। এ সময় বাঁ পায়ের হাঁটুর নিচে কিছু একটা কামড় দেওয়ার আঘাতে চিৎকার দিয়ে ওঠেন তিনি। পরিবারের লোকজন একটি সাপ দেখতে পান। ততক্ষণে অসুস্থ হয়ে পড়েন মৌসুমী। গ্রাম্য কবিরাজের কাছে নেন প্রাথমিক চিকিৎসা। গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে সেখানে তাঁর মৃত্যু হয়।

গতকাল বুধবার বেলা তিনটার দিকে দিনাজপুরের বিরামপুরে এ ঘটনা ঘটে। মৌসুমী আক্তার জেলার ফুলবাড়ী উপজেলার গঙ্গাপুর গ্রামের রতন ইসলামের স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মইনুল ইসলাম বলেন, বেলা দেড়টার দিকে মৌসুমী আক্তার সন্তানসহ বাবার বাড়িতে পৌঁছান। বাড়ির প্রধান দরজার সামনে বসার সঙ্গে সঙ্গেই খড়ের গাদার ভেতর থেকে বেরিয়ে আসা একটি সাপ তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচে কামড় দেয়। সঙ্গে সঙ্গে মৌসুমী চিৎকার করে ওঠেন এবং অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক তাহাজুল ইসলাম বলেন, সাপের কামড়ে সংকটাপন্ন অবস্থায় মৌসুমীকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তখন শরীরে অ্যান্টিভেনম দেওয়ার উপযুক্ত পরিস্থিতি ছিল না। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। কিন্তু দিনাজপুরে নেওয়ার প্রস্তুতিকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তাঁর মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব স থ য কমপ ল ক স উপজ ল

এছাড়াও পড়ুন:

বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...

গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।

একনজরে সিনেমা: ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ স্ট্রিমিং: নেটফ্লিক্স ধরন: ড্রামা, ক্রাইম থ্রিলার রানটাইম: ১ ঘণ্টা ৩২ মিনিট পরিচালক: সাইমন স্টোন অভিনয় : কিরা নাইটলি, গাই পিয়ার্স, ডেভিড আজালা, গিটে উইট, আর্ট মালিক, হান্নাহ ওয়াডিংহাম, কায়া স্কোডেলারিও

লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।

‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ