একটা সিটের বিনিময়ে নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েন না: হাসনাত
Published: 10th, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, “একটা সিটের বিনিময়ে, ভালো রেজাল্টের বিনিময়ে নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েন না। আমরা এমন বাংলাদেশে আর ফিরে যেতে চাই না, যে বাংলাদেশে একটি স্ট্যাটাস দিলে রাতে সিনিয়ররা তা ডিলিট করে হল থেকে বের করার ঘটনা ঘটবে। আমরা এই জায়গায় সচেতন থাকব। আমরা ঐক্যবদ্ধ থাকব এবং অন্যের মতকে সম্মান করব।”
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে বৈষম্যবিরোধীর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “জুলাই সনদ কোনো কবিতা নয়। কোনো রাজনৈতিক রেটোরিক নয়। এটা আমাদের পরবর্তীতে বাঁচার সনদ। এটি দ্বিতীয় বাংলাদেশের একটি তফসিল। এই জুলাই সনদের ঘোষণা অবশ্যই দিতে হবে। ৩ আগস্ট আমরা ঢাকার শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের জন্য মিলিত হব। সরকার যদি জুলাই ঘোষণাপত্র না দেয়, তাহলে আমাদের আর পিছনে ফেরার সুযোগ নেই।”
আরো পড়ুন:
জুলাই শহীদদের স্মরণে ঢাবিতে গাছ বিতরণ
বিশ্ববিদ্যালয়ে পড়ছি, কিন্তু আমার লক্ষ্য কী?
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংগঠনের উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.
এ সময় জুলাই আন্দোলনে শহীদ সাব্বিরের পরিবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল, গোলাম রব্বানী, ইয়াসিরুল কবির সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট
এছাড়াও পড়ুন:
বরিশালে ২ ডিসেম্বর সমাবেশের প্রস্তুতি সম্পন্ন ইসলামী ও সমমনা ৮ দলের
বরিশালে আগামী ২ ডিসেম্বর স্মরণকালের বৃহৎ সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামী ও সমমনা ৮টি দল। এরই অংশ হিসেবে শহরের বেলসপার্ক ময়দান পরিদর্শন করেছেন দলগুলোর বরিশাল জেলা ও মহানগরের নেতারা। তারা স্টেজ, প্যান্ডেল, মাইক স্পট, মিডিয়া স্পট, শৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয়গুলো খতিয়ে দেখেন। পাশাপাশি সমাবেশকে কেন্দ্র করে যানজট এড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নেতারা।
নেতারা জানান, ২ ডিসেম্বর ইসলামী ও সমমনা ৮টি দলের বরিশাল বিভাগীয় সমাবেশ হবে স্মরণকালের বৃহৎ লোকসমাগম। প্রত্যেক দলের কর্মী-সমর্থকরা সমাবেশ সফল করতে সর্বোচ্চ চেষ্টা করছেন। মাঠের শৃঙ্খলা, নিরাপত্তা ও যানজট এড়াতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সমাবেশ থেকে দেশের আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেবেন কেন্দ্রীয় নেতারা।
আরো পড়ুন:
ববি প্রেসক্লাবের দায়িত্বে আরিফ ও উবাইদা
ববি শিক্ষকের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ সংবাদ প্রচারের অভিযোগ শিক্ষার্থীদের
বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর বলেন, “২ ডিসেম্বর আট দলের সমাবেশে আট থেকে ১০ লাখ মানুষে সমাগমের প্রস্তুতি নিয়েছেন তারা। ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির রেজাউল করীমসহ আট দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত এইচ এম সানাউল্লাহ বলেন, “আগামীকালের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ লাখ নেতাকর্মী উপস্থিত থাকবেন। বরিশাল জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলন বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মো. লোকমান হেকিম, বরিশাল জেলা সভাপতি মাওলানা মো. সিরাজুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল জেলা সভাপতি মাওলানা মো. জুবায়ের গালিব, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন, জেলা সেক্রেটারি নান্নু হাওলাদার।
ঢাকা/পলাশ/মাসুদ