গত বছর গণঅভ্যত্থানে জোরালাভাবে আলোচনায় উঠে আসেন জেন-জি বা জেনারেশন জেড। তাদের ভাবনা, কর্মকাণ্ড ভাবিয়ে তোলে সবাইকে। বলিউড অভিনেত্রী কাজলের ঘরে নিসা ও যুগ নামে দুই সন্তান রয়েছে। তারা দুজনেই জেনারেশন জেডের অন্তর্ভুক্ত।

দুই সন্তানের সুবাদে জেনারেশন জেডের চিন্তা-ভাবনা ও কর্মকাণ্ড খুব কাছ থেকে দেখছেন। সেই অভিজ্ঞতা থেকে কাজল বললেন—“জেন-জিদের ভাষা বোঝার চেষ্টা করি না।”

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে কাজল বলেন, “জেন-জিদের ভাষা বোঝার চেষ্টা করি না। যেকোনো বিষয়ে তাদের সঙ্গে ভালো ইংরেজিতে কথা বলতে পারি, আমি এটা নিয়েই সন্তুষ্ট।” 

আরো পড়ুন:

ট্রলের মুখে প্রসেনজিতের দুঃখ প্রকাশ

প্রাক্তন প্রেমিকা সংগীতার জন্মদিনের পার্টিতে সালমান

আপনি কী জেনারেশন জেডের ভাষাকে বিভ্রান্তিকর মনে করেন? জবাবে কাজল বলেন, “আমি সাহায্য চাই। আমি সত্যিই সাহায্য চাই, যদি আমার প্রয়োজন হয়। আমি যদি না বুঝি, তালে বলি বুঝি নাই।” 

১৯৯২ সালে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী কাজলের। তখন তার বয়স মাত্র সতেরো। ১৯৯৯ সালে কাজল যখন অভিনয় ক্যারিয়ারের শীর্ষে তখন অজয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৩ সালের ২০ এপ্রিল এই দম্পতির ঘর আলো করে আসে কন্যা নিসা। ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম হয় পুত্র যুগের। এখন কন্যা নিসার বয়স ২৩ আর যুগের বয়স ১৫ বছর। 

অভিনয়ে খুব একটা সরব নন কাজল। গত কয়েক বছর ধরে একটি বা দুটো সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। ৮ মাস পর গত ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘মা’। মিথলজিক্যাল হরর ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া। দর্শক-সমালোচকরা সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ক জল

এছাড়াও পড়ুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৮ নেতাকে অব্যাহতি

জাতীয়তাবাদী ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আট নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটির এসব নেতার অব্যাহতির কারণ হিসেবে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক দায়িত্বে অবহেলার কথা বলা হয়েছে। তবে কী ধরনের অবহেলার কারণে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, সাঈদ হাসান ইমন এবং সদস্য মো. রবিউল ইসলাম, জাকির হোসেন রানু, রাকিব হোসেন, ওবায়দুল ইসলাম, আহমেদুল কবীর বাঁধন ও মেহেদী হাসান মিরাজ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও শামসুল আরেফিনকে সদস্যসচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২৭ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ