সামান্য বৃষ্টিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। টার্মিনালের ছাদের নোংরা পানি ও বৃষ্টির পানিতে সয়লাব হয়ে গেছে টার্মিনাল ভবনের নিচতলা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা বলছেন, টার্মিনাল ভবনের নিচতলায় আগমনী গেট, ক্যানওপি পার্কিংসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পানি ঠেকাতে বালতিসহ বিভিন্ন পাত্র ব্যবহার করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু যথাযথ পয়োনিষ্কাশনব্যবস্থা না থাকায় এই বর্ষা মৌসুমে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে আন্তর্জাতিক মহলে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।  

বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, টার্মিনাল ভবনের নিচতলায় পানি জমেছে। ছাদ থেকে পিলার চুইয়ে বৃষ্টির পানি পড়ে সয়লাব হয়ে গেছে। এসব পানি ঠেকাতে বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মীরা বালতি বা ট্রে ব্যবহার করছেন। তবে পানি পড়ে মেঝে পিচ্ছিল হওয়ায় অনেকে পিছলে পড়ছেন। কেউ কেউ আহত হয়েছেন। লাগেজ বা ব্যাগ টানতে যাত্রীদের কষ্ট হচ্ছে।  

দুবাইফেরত যাত্রী ময়েন উদ্দিন বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো জায়গায় বৃষ্টির পানিতে সয়লাবের বিষয়টি কর্তৃপক্ষের চরম উদাসীনতা।

বিদেশফেরত এক যাত্রীর স্বজন মোবারক হোসেন জানান, ফ্লোরে পানি জমে থাকার কারণে টাইলস পিচ্ছিল হয়ে গেছে। যে কারণে লাগেজ নিয়ে বের হতে গিয়ে অনেকে পিছলে পড়ছেন। দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। 

বিমানবন্দরের সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মীরা জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে টার্মিনাল ভবনের ছাদ থেকে পানি পড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ বিষয়টি সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা সমকালকে জানান, ভবনের রাবারের একটি জয়েন্ট ফেটে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেটি দ্রুত মেরামতের কাজ চলছে। 

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সমকালকে বলেন, অনেক আগের পুরানো বিল্ডিং হওয়ায় বৃষ্টির পানি পড়ছে। বিষয়টি সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ট র ম ন ল ভবন র

এছাড়াও পড়ুন:

পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়

ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

সম্পর্কিত নিবন্ধ