ইউক্রেন নিয়ে লাভরভের ওপর হতাশ রুবিও
Published: 10th, July 2025 GMT
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানের অগ্রগতি নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ওপর হতাশ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন দুজন। তারপর সাংবাদিকদের এ হতাশার কথা জানান রুবিও।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘(ইউক্রেন যুদ্ধ) সমাধানের অগ্রগতিতে ঘাটতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন, সেটাই আমি তুলে ধরেছি।’ বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেন সংকট সমাধান নিয়ে একটি গঠনমূলক ও আন্তরিক মতবিনিময় হয়েছে।
তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন তিনি। তবে এরপরও একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে মস্কো ও কিয়েভ।
গতকাল বুধবার রাতেও ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জেলেনস্কি। তিনি বলেন, এই হামলায় ১৮টি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৪০০টি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৩৫ দিনে হিলি বন্দরে ১ লাখ মেট্রিকটন চাল আমদানি
গত ৩৫ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই হাজার ২৪টি ভারতীয় ট্রাকে করে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। যার প্রভাব পড়েছে দেশের চালের বাজারে। খুচরা বাজারে কেজি প্রতি চালের দাম কমেছে প্রকার ভেদে ৪ থেকে ৬ টাকা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হিলি বন্দর ঘুরে জানা যায়, দেশের অস্থির চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১২ আগস্ট থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ২ শতাংশ শুল্কে ভারত থেকে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা।
প্রতি টন চাল ৫২০ থেকে ৫৩০ ডলার, কিছু ক্ষেত্রে ৫৪০ ডলার মূল্যে আমদানি হচ্ছে। এসময় সবচেয়ে বেশি আসছে শম্পা কাটারি জাতের চাল।
হিলির খুচরা ব্যবসায়ী স্বপন পাল বলেন, “ভারত থেকে চাল আসায় বাজারের অস্থিরতা কমছে। প্রতিটি জাতের চাল কেজিতে ৪ থেকে ৬ টাকা করে কমেছে। ৫৫ টাকা কেজি দরের মোটা চাল বিক্রি করছি ৫১ থেকে ৫২ টাকা, আবার ৭৪ টাকার শম্পা কাটারি চাল খুচরা বিক্রি করছি ৬৮ কেজি হিসেবে। আশা করছি আগামীতে আরো কমবে।”
আমদানিকারক নুর ইসলাম বলেন, “২ শতাংশ শুল্কে আমরা চাল আনছি। ৫২০-৫৪০ ডলার দরে আমদানি হচ্ছে। এতে বাজারে দামের প্রভাব স্পষ্টভাবে পড়ছে।”
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, গত ১২ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর ৩৫ দিনে ভারত থেকে ২৪২১টি ট্রাকে এক লাখ চার হাজার ৮৫৯ মেট্রিকটন চাল এসেছে। দেশের বাজারে চালের চাহিদা থাকায় দ্রুত খালাস প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে।
ঢাকা/মোসলেম/এস