ইউক্রেন নিয়ে লাভরভের ওপর হতাশ রুবিও
Published: 10th, July 2025 GMT
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধানের অগ্রগতি নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ওপর হতাশ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন দুজন। তারপর সাংবাদিকদের এ হতাশার কথা জানান রুবিও।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘(ইউক্রেন যুদ্ধ) সমাধানের অগ্রগতিতে ঘাটতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন, সেটাই আমি তুলে ধরেছি।’ বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেন সংকট সমাধান নিয়ে একটি গঠনমূলক ও আন্তরিক মতবিনিময় হয়েছে।
তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন তিনি। তবে এরপরও একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে মস্কো ও কিয়েভ।
গতকাল বুধবার রাতেও ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে জেলেনস্কি। তিনি বলেন, এই হামলায় ১৮টি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৪০০টি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়
ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম