বেকারত্ব-যুব সমস্যা নিয়ে যুব ফেডারেশনের আলোচনা সভা
Published: 11th, July 2025 GMT
বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে “জুলাই অভ্যুত্থান থেকে ১ বছর: বেকারত্ব ও যুব সমস্যা–অবহেলা থেকে উত্তরণ” শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ই জুলাই) জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়। সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন। সহ-আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব ফেডারেশনের যুগ্ম সদস্য সচিব আর.
আলোচনায় বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল রাষ্ট্রীয় ব্যর্থতা ও জনগণের বিক্ষোভের ফলাফল। এর এক বছর পরও দেশের অন্যতম প্রধান সংকট—বেকারত্ব ও যুব সমস্যা—অবহেলিতই থেকে গেছে। অন্তর্র্বতী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল এই বিষয়ে কার্যকর পদক্ষেপ, কিন্তু বাস্তবে তেমন অগ্রগতি পরিলক্ষিত হয়নি।”
আরো উপস্থিত ছিলেন জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, নাঃগঞ্জ মহানগর গণসংহতির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল বাপ্পি, কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম আল জাহিদ, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শুভ দেব সহ আরো অনেকে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
জাতীয় সংগীত দেশ প্রেমের চেতনায় উজ¦ীবিত হতে শিখায় : মামুন মাহমুদ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আজকে যে তরুণ সমাজ যারা এই খেলার আয়োজক তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ রইল, তাদের জন্য দোয়া ভালোবাসা রইল, পাশাপশি তারা যে জাতীয় সংগীত গেয়ে আজকের এই টুর্নামেন্টের উদ্ধোধন করল, জাতীয় সংগীত আমাদের কে দেশ প্রেম শিখায়, জাতীয় সংগীত আমাদের কে দেশ প্রেমের চেতনায় উজ¦ীবিত হতে শিখায়।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পূর্বপাড়া তরুণ সমাজের আয়োজেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশ আমাদের মায়ের মত, আমরা যেমন আমাদের মা,কে ভালোবাসি, তেমনি আমরা তার চাইতেও বেশি দেশ,কে ভালোবাসি।
দেশ,কে যে মায়ের চাইতে ভালোবাসে তার প্রমান দিতে তারা দেশের ক্রান্তিলগ্নে, যখনি এই দেশ কোন,না,কোন শত্রুর ধারা বিপদগামী হয়, এই দেশের উপরে যখন কোন,না,কোন হয়নার ছায়া যখন পরে তখনি এই তরুণরা এগিয়ে আসে দেশ কে মুক্ত করতে, যেমনি করে ২৪শের জুলাই-আগষ্টে দেখিছি তরুণ সমাজ এগিয়ে এসেছে।
তরুণরা দেশ,কে ভালোবেসে,দেশের জন্য রক্ত দিয়ে, মানুষের অধিকার আদায় করার জন্য সবসময় সম্মুখসারিতে অবস্থান নিয়েছে।
৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি রাজা মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল ভুইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, স্বেচ্ছাসেবক দলের জেলার সদস্য কাজী মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য মো: এরশাদ, জিয়া মঞ্চের নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব লুৎফর রহমান রাসেল, ছাত্রদল নেতা মেহেদী ফারহান, ইমতিয়াজ প্রমূখ।