বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে “জুলাই অভ্যুত্থান থেকে ১ বছর: বেকারত্ব ও যুব সমস্যা–অবহেলা থেকে উত্তরণ” শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ই জুলাই) জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়। সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজন। সহ-আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব ফেডারেশনের যুগ্ম সদস্য সচিব আর.

এইচ. পলাশ। আলোচনা সভার সূচনা বক্তব্য (উত্থাপনা) উপস্থাপন করেন জেলা যুব ফেডারেশনের মুখপাত্র গাজী রাকিবুল ইসলাম হিমেল।

 আলোচনায় বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল রাষ্ট্রীয় ব্যর্থতা ও জনগণের বিক্ষোভের ফলাফল। এর এক বছর পরও দেশের অন্যতম প্রধান সংকট—বেকারত্ব ও যুব সমস্যা—অবহেলিতই থেকে গেছে। অন্তর্র্বতী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল এই বিষয়ে কার্যকর পদক্ষেপ, কিন্তু বাস্তবে তেমন অগ্রগতি পরিলক্ষিত হয়নি।”

আরো উপস্থিত ছিলেন জেলা গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, নাঃগঞ্জ মহানগর গণসংহতির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল বাপ্পি, কেন্দ্রীয় সদস্য জাহিদুল আলম আল জাহিদ, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শুভ দেব সহ আরো অনেকে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলাটি দ্রুত নিষ্পত্তি এবং ত্বকী হত্যা মামলার অবস্থান জেনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

বুধবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বার ভবনে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এ আশ্বাস দেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, “বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ ও কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলা যেভাবে দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়েছে, একইভাবে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হত্যা মামলা দুটি ত্বরান্বিত করার ব্যাপারে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।”

জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখছি। ভুক্তভোগীদের পরিবার যাতে ন্যায়বিচার পান এবং নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে যথাযথভাবে তদন্ত ও বিচার প্রক্রিয়া পরিচালনা করা হবে।”

দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধিত প্রস্তাব করার কথাও জানিয়েছেন মো. আসাদুজ্জামান।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁ পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 
  • নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ
  • ২১নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরম বিতরণ 
  • শাসনগাঁও সপ্রাবির শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ
  • আমেরিকার নতুন শুল্ক আরোপ হলে ব্যবসায়ী গোষ্ঠী ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন : দিপু
  • আমি প্রতিহিংসার রাজনীতি করি না : গিয়াসউদ্দিন
  • নারায়ণগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
  • বিএনপি নেতা রাজীবের বক্তব্যের সমালোচনায় ইসলামী আন্দোলন
  • সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল