২৪৪ তাড়া করে ১৪.২ ওভারে জয়, ইতিহাস গড়ল বুলগেরিয়া
Published: 12th, July 2025 GMT
টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ল বুলগেরিয়া। ২০ ওভারে ২৪৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় তো পেলই, সেটাও মাত্র ১৪.২ ওভারে! জিব্রাল্টারের বিপক্ষে ৩৪ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় বুলগেরিয়া। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে দ্রুততম সময়ে ২০০ বা তার বেশি রান তাড়ার রেকর্ড।
এদিন বুলগেরিয়ার রানরেট ছিল ১৭.
এই তালিকায় বুলগেরিয়া-জিব্রাল্টার ম্যাচের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে ২০২৫ সালের রোমানিয়া-বেলজিয়াম ম্যাচ (রানরেট ১৩.৬৮)। এরপর রয়েছে ২০২৩ সালের দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ (১৩.৩১) ও ২০১৯ সালের নিউজিল্যান্ড-ইংল্যান্ড ম্যাচ (১৩.২৭)।
শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হিসেবেও পিছিয়ে পড়েছে আইপিএলের রেকর্ড। এতদিন অবিচ্ছিন্ন ম্যাচে সর্বোচ্চ রানরেটের রেকর্ড ছিল ২০২৪ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের (১৩.৭২)। এবার সেটিও ছাড়িয়ে গেছে বুলগেরিয়া-জিব্রাল্টার লড়াই।
একইসঙ্গে আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রানের ম্যাচগুলোর তালিকাতেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই ম্যাচটি (৪৮৭ রান)। শীর্ষে রয়েছে ২০২২ সালের বুলগেরিয়া-সার্বিয়া ম্যাচ, যেখানে উঠেছিল ৪৮৮ রান। তৃতীয় স্থানেও রয়েছে বুলগেরিয়া-সার্বিয়ার আরেক ম্যাচ (৪৫৪ রান)।
উৎস: Samakal
কীওয়ার্ড: র কর ড
এছাড়াও পড়ুন:
একঝলক (১২ জুলাই ২০২৫)
ছবি: আলীমুজ্জামান