কৃত্রিম ব্রেস্ট অপসারণ: শার্লিন বললেন, প্রজাপতির মতো লাগছে
Published: 16th, November 2025 GMT
বলিউডের বিতর্কিত অভিনেত্রী শার্লিন চোপড়া। বেশ আগে অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট সাইজ বৃদ্ধি করান এই অভিনেত্রী। সম্প্রতি কৃত্রিম ব্রেস্ট নিয়ে অসুস্থ বোধ করতে থাকেন। সর্বশেষ অস্ত্রোপচারের মাধ্যমে সিলিকনের ব্রেস্ট অপসারণ করেছেন ৩৮ বছরের শার্লিন।
শার্লিনের এই সিদ্ধান্ত তাকে নতুন উপলদ্ধির খোরাক মিটিয়েছে। এ নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। শার্লিন চোপড়া বলেন, “আমার বুক থেকে ভারী বস্তুটি সরিয়ে ফেলা হয়েছে। প্রতিটির ওজন ছিল ৮২৫ গ্রাম। নিজেকে এখন হালকা ও প্রজাপতির মতো মনে হচ্ছে। আমাদের দেশের তরুণ প্রজন্মের কাছে অনুরোধ, সোশ্যাল মিডিয়ার ভুল তথ্যে প্রভাবিত হয়ে বাইরের স্বীকৃতি পাওয়ার লোভে নিজের শরীরে কোনোরকম অন্যায় করবেন না।”
আরো পড়ুন:
অসম প্রেমের গল্প: বক্স অফিসে কতটা জমেছে অজয়-রাকুলের রসায়ন?
দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়াল নোরার, অভিনেত্রীর কড়া হুঁশিয়ারি
স্রোতে গা না ভাসানোর আহ্বান জানিয়ে শার্লিন চোপড়া বলেন, “আপনি যাই করাতে চান না কেন, তার আগে বিষয়টির সুবিধা–অসুবিধা নিয়ে আপনার পরিবার ও চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে গভীরভাবে আলোচনা করুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। স্রোতে গা ভাসাবেন না; সত্যতা ও বাস্তবতা যাচাই করুন।”
সিলিকনের স্তন অপসারণের পর নতুন উপলদ্ধির কথা জানিয়ে শার্লিন চোপড়া বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অপ্রয়োজনীয় বোঝা নিয়ে জীবনযাপনের কোনো মানেই হয় না। এটি আমার ব্যক্তিগত মত… যদিও প্রত্যেকের নিজস্ব পছন্দ আছে। আমার স্তন ইমপ্ল্যান্ট অপসারণ/ব্রেস্ট এক্সপ্ল্যান্ট সার্জারির জন্য আমার দক্ষ চিকিৎসক টিমকে অসংখ্য ধন্যবাদ।”
“সিলিকন মুক্ত! সুস্থতা ও পুনরুদ্ধারের পথে। আমার স্তন ইমপ্ল্যান্ট অপসারণের পর হালকা অনুভব করছি, যার প্রতিটির ওজন ছিল ৮২৫ গ্রাম।” বলেন শার্লিন চোপড়া।
ক্যারিয়ারের শুরুর দিকে নিজেকে আকর্ষণীয় দেখাতে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করান শার্লিন চোপড়া। কিছু দিন আগে এ অভিনেত্রী জানান, দীর্ঘ সময় ধরে পিঠ, বুক, কাঁধের ব্যথায় ভুগছেন। সুস্থতার জন্য বহুবার চিকিৎসকের পরামর্শ নেন, তবু কাজ হয়নি। এরপর বুঝতে পারেন—তার এই সমস্যার মূল কারণ ব্রেস্ট ইমপ্ল্যান্ট। পরে সিলিকনের কৃত্রিম বেস্ট অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেন শার্লিন।
২০০২ সালে তেলুগু ভাষার সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন শার্লিন। পরের বছরই তামিল সিনেমায় কাজ করেন। ২০০৫ সালে ‘টাইম পাস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। পরবর্তীতে ‘দোস্তি’, ‘জওয়ানি দিওয়ানি’, ‘গেম’, ‘দিল বলে হারিপ্পা’, ‘কামসূত্র থ্রিডি’, ‘ওয়াজাহ তুম হো’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন শার্লিন।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ইমপ ল য ন ট
এছাড়াও পড়ুন:
কৃত্রিম ব্রেস্ট অপসারণ: শার্লিন বললেন, প্রজাপতির মতো লাগছে
বলিউডের বিতর্কিত অভিনেত্রী শার্লিন চোপড়া। বেশ আগে অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট সাইজ বৃদ্ধি করান এই অভিনেত্রী। সম্প্রতি কৃত্রিম ব্রেস্ট নিয়ে অসুস্থ বোধ করতে থাকেন। সর্বশেষ অস্ত্রোপচারের মাধ্যমে সিলিকনের ব্রেস্ট অপসারণ করেছেন ৩৮ বছরের শার্লিন।
শার্লিনের এই সিদ্ধান্ত তাকে নতুন উপলদ্ধির খোরাক মিটিয়েছে। এ নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। শার্লিন চোপড়া বলেন, “আমার বুক থেকে ভারী বস্তুটি সরিয়ে ফেলা হয়েছে। প্রতিটির ওজন ছিল ৮২৫ গ্রাম। নিজেকে এখন হালকা ও প্রজাপতির মতো মনে হচ্ছে। আমাদের দেশের তরুণ প্রজন্মের কাছে অনুরোধ, সোশ্যাল মিডিয়ার ভুল তথ্যে প্রভাবিত হয়ে বাইরের স্বীকৃতি পাওয়ার লোভে নিজের শরীরে কোনোরকম অন্যায় করবেন না।”
আরো পড়ুন:
অসম প্রেমের গল্প: বক্স অফিসে কতটা জমেছে অজয়-রাকুলের রসায়ন?
দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়াল নোরার, অভিনেত্রীর কড়া হুঁশিয়ারি
স্রোতে গা না ভাসানোর আহ্বান জানিয়ে শার্লিন চোপড়া বলেন, “আপনি যাই করাতে চান না কেন, তার আগে বিষয়টির সুবিধা–অসুবিধা নিয়ে আপনার পরিবার ও চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে গভীরভাবে আলোচনা করুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। স্রোতে গা ভাসাবেন না; সত্যতা ও বাস্তবতা যাচাই করুন।”
সিলিকনের স্তন অপসারণের পর নতুন উপলদ্ধির কথা জানিয়ে শার্লিন চোপড়া বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অপ্রয়োজনীয় বোঝা নিয়ে জীবনযাপনের কোনো মানেই হয় না। এটি আমার ব্যক্তিগত মত… যদিও প্রত্যেকের নিজস্ব পছন্দ আছে। আমার স্তন ইমপ্ল্যান্ট অপসারণ/ব্রেস্ট এক্সপ্ল্যান্ট সার্জারির জন্য আমার দক্ষ চিকিৎসক টিমকে অসংখ্য ধন্যবাদ।”
“সিলিকন মুক্ত! সুস্থতা ও পুনরুদ্ধারের পথে। আমার স্তন ইমপ্ল্যান্ট অপসারণের পর হালকা অনুভব করছি, যার প্রতিটির ওজন ছিল ৮২৫ গ্রাম।” বলেন শার্লিন চোপড়া।
ক্যারিয়ারের শুরুর দিকে নিজেকে আকর্ষণীয় দেখাতে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করান শার্লিন চোপড়া। কিছু দিন আগে এ অভিনেত্রী জানান, দীর্ঘ সময় ধরে পিঠ, বুক, কাঁধের ব্যথায় ভুগছেন। সুস্থতার জন্য বহুবার চিকিৎসকের পরামর্শ নেন, তবু কাজ হয়নি। এরপর বুঝতে পারেন—তার এই সমস্যার মূল কারণ ব্রেস্ট ইমপ্ল্যান্ট। পরে সিলিকনের কৃত্রিম বেস্ট অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেন শার্লিন।
২০০২ সালে তেলুগু ভাষার সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন শার্লিন। পরের বছরই তামিল সিনেমায় কাজ করেন। ২০০৫ সালে ‘টাইম পাস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। পরবর্তীতে ‘দোস্তি’, ‘জওয়ানি দিওয়ানি’, ‘গেম’, ‘দিল বলে হারিপ্পা’, ‘কামসূত্র থ্রিডি’, ‘ওয়াজাহ তুম হো’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন শার্লিন।
ঢাকা/শান্ত