আব্দু রোজিককে গ্রেপ্তারের ব্যাপারে যা জানা গেল
Published: 13th, July 2025 GMT
গতকাল দুবাই এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী ও অভিনেতা-গায়ক আব্দু রোজিক। ভারতীয় প্রথম সারির একাধিক গণমাধ্যম এ খবর প্রকাশ করে। আব্দু রোজিক কী সত্যি গ্রেপ্তার হয়েছেন? এটি এখন অনেকেরই প্রশ্ন। অবশেষে এই অভিনেতার ম্যানেজমেন্ট টিম বিষয়টি নিয়ে নীরবতা ভেঙেছে।
আব্দু রোজিক পরিচালিত এস-লাইন প্রজেক্ট থেকে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, “প্রথমত, তাকে গ্রেপ্তার করা হয়নি, পুলিশ তাকে আটক করেছিল। আবদু রোজিক তার ব্যাখ্যা দিয়েছেন এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে। দুবাইতে অনুষ্ঠিতব্য পুরষ্কারবিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।”
আইনি ব্যবস্থা গ্রহণের তথ্য জানিয়ে এই বিবৃতিতে বলা হয়, “মিডিয়ায় প্রকাশিত তথ্য সঠিক নয়। আমরা আব্দু রোজিক এবং তার ভাবমূর্তি রক্ষার জন্য সমস্ত আইনি ব্যবস্থা নেব।”
আরো পড়ুন:
প্রাক্তন প্রেমিকা সংগীতার জন্মদিনের পার্টিতে সালমান
‘আমার বয়স ৫৯, জীবনে গার্লফ্রেন্ড এসেছে ৪ জন’
এর আগে খালিজ টাইমসকে দুবাই বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, “আমরা কেবল নিশ্চিত করতে পারি, তাকে চুরির অভিযোগে আটক করা হয়েছে।” তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।
২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর তাজাকিস্তানে জন্মগ্রহণ করেন আব্দু রোজিক। ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস-১৬’-তে অংশ নিয়ে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন। খুব অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খানের স্নেহের পাত্র হয়ে উঠেন তিনি। ভারতের বেশ ক’টি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন আব্দু রোজিক।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়
ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম