চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আরো একটি কার্যালয় ভাঙচুর
Published: 25th, July 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির আরো একটি কার্যালয় ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করে তারা।
শুক্রবার (২৫ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, “আমরা ধারণা করছি, নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেরা ঘটনার সঙ্গে জড়িত। থানায় অভিযোগ হয়েছে, তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
আরো পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
আরো পড়ুন:
মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে আ.
নিহত পাইলটের পরিবারের সঙ্গে দেখা করলেন ফখরুল
গত বুধবার মধ্যরাতে জেলার গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
এলাকাবাসী জানান, ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়টি বজরাটেক-মুন্সীগঞ্জ হাটখোলা এলাকায় অবস্থিত। এখানে নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালিত হয়। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সন্ত্রাসীরা এসে বিএনপি কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর এবং ব্যানার ছিঁড়ে ফেলে।
গোহালবাড়ি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক রওশান আলী বলেন, “বৃস্পতিবার মধ্যরাতে সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি পানিতে ফেলে দিয়েছে।”
ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। শিগগিরি অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”
ঢাকা/মেহেদী/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ অভ য গ প ইনব বগঞ জ ব এনপ র
এছাড়াও পড়ুন:
যেসব রোগ থাকলে ডাবের পানি পান করা উচিত নয়
ডাবের পানি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান থাকে যা আমাদের শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। ডাবের পানিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ এবং পটাসিয়ামের মতো পুষ্টি। তাই ডাবের পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, শরীর হাইড্রেটেড থাকে এবং ত্বক উজ্জ্বল হয়। এর ব্যবহার শরীরের জন্য আরও অনেক কারণেই ভালো। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এত উপকারিতায় পরিপূর্ণ ডাবের পানি কিছু মানুষের জন্য ভালো নয়। আসুন জেনে নেওয়া যাক ডাবের পানি কাদের জন্য ক্ষতিকর।
ডায়াবেটিস
আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হোন তাহলে আপনার ডাবের পানি পান করা উচিত নয়। কারণ ডাবের পানি পান করলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে।
অ্যালার্জি
ডাবের পানি পান করার পরে যদি আপনার ত্বকে চুলকানি শুরু হয় বা লাল দাগ দেখা দেয়, তাহলে আপনার ডাবের পানি পান করা এড়িয়ে চলা উচিত।
আরো পড়ুন:
বিশেষজ্ঞের পরামর্শ: মুখের দুর্গন্ধ দূর করার উপায়
পেটের ওপরের অংশে ব্যথা, রেড ফ্ল্যাগ সিনড্রোমগুলো জেনে নিন
কিডনি রোগী
কিডনি রোগী এবং কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও ডাবের পানি পান করা উচিত নয়। ডাবের পানিতে পটাশিয়াম থাকে যা কিডনি সঠিকভাবে ফিল্টার করতে পারে না। ফলে কিডনি সংক্রান্ত সমস্যা বাড়তে পারে।
সর্দি-কাশি
যদি আপনার সর্দি-কাশিতে আক্রান্ত হোন, তাহলে ডাবের পানি পান করবেন না। এই পানি পান করলে সর্দি-কাশি আরও বেড়ে যেতে পারে।
সূত্র: ইণ্ডিয়া টিভি
ঢাকা/লিপি