চাঁপাইনবাবগঞ্জে বিএনপির আরো একটি কার্যালয় ভাঙচুর
Published: 25th, July 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির আরো একটি কার্যালয় ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করে তারা।
শুক্রবার (২৫ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, “আমরা ধারণা করছি, নিষিদ্ধ ছাত্রলীগের ছেলেরা ঘটনার সঙ্গে জড়িত। থানায় অভিযোগ হয়েছে, তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
আরো পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
আরো পড়ুন:
মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে আ.
নিহত পাইলটের পরিবারের সঙ্গে দেখা করলেন ফখরুল
গত বুধবার মধ্যরাতে জেলার গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
এলাকাবাসী জানান, ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়টি বজরাটেক-মুন্সীগঞ্জ হাটখোলা এলাকায় অবস্থিত। এখানে নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালিত হয়। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সন্ত্রাসীরা এসে বিএনপি কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর এবং ব্যানার ছিঁড়ে ফেলে।
গোহালবাড়ি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক রওশান আলী বলেন, “বৃস্পতিবার মধ্যরাতে সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি পানিতে ফেলে দিয়েছে।”
ভোলাহাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। শিগগিরি অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”
ঢাকা/মেহেদী/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ অভ য গ প ইনব বগঞ জ ব এনপ র
এছাড়াও পড়ুন:
বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।
লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।
‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স