গাজীপুরের শ্রীপুরে বিএনপির এক নেতা ও তাঁর পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারটির দাবি, টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লাখ টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাত দলটি। গতকাল রাত তিনটার দিকে উপজেলার ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আফাজ উদ্দিন মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির সদস্য। তিনি বলেন, ১৫-২০ জনের একটি দল গতকাল গভীর রাতে তাঁর বসতবাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। তাঁদের হাতে পিস্তল ও দেশি অস্ত্র ছিল। ভেতরে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরের জিনিসপত্র তছনছ করা হয়। এরপর মেরে ফেলার ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তাঁরা। প্রায় এক ঘণ্টা ধরে এই লুটতরাজ চলেছে। ভোর চারটার দিকে ডাকাত দলটি চলে গেলে পরিবারের এক সদস্য কৌশলে বাঁধন খুলে আশপাশের লোকজনকে ডেকে তুলে।

আফাজ উদ্দিনের ছেলে ইলিয়াস কাঞ্চন বলেন, বাড়ির দুটি কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল না। ডাকাত দল সেই ঘরগুলোতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ-মুখ ও হাত–পা বেঁধে ফেলে। পরে অন্য কক্ষে যান তাঁরা। তিনি কৌশলে চোখের কাপড় সরিয়ে দেখেন, ডাকাত দলের সদস্যদের প্রায় সবাই হাফপ্যান্ট পরা ও মুখ কাপড়ে ঢাকা। টাকাসহ সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাতেরা। থানায় অভিযোগ দেওয়ার বিষয়ে তাঁরা পরামর্শ করছেন।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কোনো অভিযোগ পাইনি। এ বিষয়ে থানা থেকে পরে বিস্তারিত জানানো হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ন সপত র পর ব র সদস য ব এনপ

এছাড়াও পড়ুন:

বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...

গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।

একনজরে সিনেমা: ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ স্ট্রিমিং: নেটফ্লিক্স ধরন: ড্রামা, ক্রাইম থ্রিলার রানটাইম: ১ ঘণ্টা ৩২ মিনিট পরিচালক: সাইমন স্টোন অভিনয় : কিরা নাইটলি, গাই পিয়ার্স, ডেভিড আজালা, গিটে উইট, আর্ট মালিক, হান্নাহ ওয়াডিংহাম, কায়া স্কোডেলারিও

লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।

‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ