গাজীপুরে হাত-পা ও চোখ বেঁধে বিএনপি নেতার বাড়িতে ডাকাতির অভিযোগ
Published: 26th, July 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে বিএনপির এক নেতা ও তাঁর পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারটির দাবি, টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩০ লাখ টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাত দলটি। গতকাল রাত তিনটার দিকে উপজেলার ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আফাজ উদ্দিন মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির সদস্য। তিনি বলেন, ১৫-২০ জনের একটি দল গতকাল গভীর রাতে তাঁর বসতবাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। তাঁদের হাতে পিস্তল ও দেশি অস্ত্র ছিল। ভেতরে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরের জিনিসপত্র তছনছ করা হয়। এরপর মেরে ফেলার ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তাঁরা। প্রায় এক ঘণ্টা ধরে এই লুটতরাজ চলেছে। ভোর চারটার দিকে ডাকাত দলটি চলে গেলে পরিবারের এক সদস্য কৌশলে বাঁধন খুলে আশপাশের লোকজনকে ডেকে তুলে।
আফাজ উদ্দিনের ছেলে ইলিয়াস কাঞ্চন বলেন, বাড়ির দুটি কক্ষের দরজা ভেতর থেকে লাগানো ছিল না। ডাকাত দল সেই ঘরগুলোতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ-মুখ ও হাত–পা বেঁধে ফেলে। পরে অন্য কক্ষে যান তাঁরা। তিনি কৌশলে চোখের কাপড় সরিয়ে দেখেন, ডাকাত দলের সদস্যদের প্রায় সবাই হাফপ্যান্ট পরা ও মুখ কাপড়ে ঢাকা। টাকাসহ সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাতেরা। থানায় অভিযোগ দেওয়ার বিষয়ে তাঁরা পরামর্শ করছেন।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কোনো অভিযোগ পাইনি। এ বিষয়ে থানা থেকে পরে বিস্তারিত জানানো হবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ন সপত র পর ব র সদস য ব এনপ
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে