এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে প্রতিষ্ঠা করতে আন্দোলন করিনি: আখতার হোসেন
Published: 26th, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘ঠিক এক বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে হাসিনাকে উৎখাত করি। আমরা যখন হাসিনাকে উৎখাত করি, তখন এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে প্রতিষ্ঠা করতে আন্দোলন করিনি। দেশের রাষ্ট্রকাঠামো সংস্কার হবে, বাংলাদেশের সব প্রতিষ্ঠান জনগণের হবে, নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে—এই কারণে চব্বিশে রক্ত দিয়েছি।’
আজ শনিবার বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরবে এনসিপি আয়োজিত পথসভায় আখতার হোসেন এসব কথা বলেন। শহরের নদী বাংলা সেন্টার পয়েন্ট এলাকায় পথসভার আয়োজন করা হয়।
আখতার হোসেন দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের ভাইয়েরা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, জীবন দিয়েছে। এইসব করেছে নতুনভাবে দেশ গড়তে। নতুনভাবে দেশ গড়ার এনসিপির এই বার্তা ভৈরবের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করতে গিয়ে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশকে যারা দীর্ঘ সময় শাসনের নামে শোষণ করেছে, সেতু, কালভার্ট, রাস্তাঘাট করার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিচার করতে হবে। আমরা আর পাচারের রাজনীতি দেখতে চাই না।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা চাই এনসিপি প্রতিটি ঘরে পৌঁছে যাক। তবে আমাদের আচরণ ঠিক রাখতে হবে। অনেকে চাঁদাবাজি করবে। কিন্তু আমাদের সামাজিক বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে হবে। ইনসাফ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক কাজ করতে হবে।’
হাসনাত আবদুল্লাহ দলীয় কর্মীদের অভয় দিয়ে বলেন, ‘আপনাদের কেউ যদি ভয় দেখায়, রাজনৈতিকভাবে নিরুসাৎসাহিত করে, আমাদের জানাবেন, ব্যবস্থা নেব।’ এ সময় কর্মীদের দলীয় কোন্দল থেকে দূরে থাকারও আহ্বান জানান তিনি।
পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরীফুল হক, ভৈরব উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ কাইজার প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আখত র হ স ন আম দ র এনস প
এছাড়াও পড়ুন:
নেত্রকোনায় এনসিপির কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট, যুবলীগ নেতা আটক
নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে নাশকতার চেষ্টার অভিযোগে যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার রাজার বাজারসংলগ্ন খানপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
আটক ওই যুবলীগ নেতা হলেন হুমায়ুন কবির (৩৫)। তিনি উপজেলার খলিশাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও খলিশাউর পূর্বপাড়া গ্রামের ছোট্টু মিয়ার ছেলে।
এ ব্যাপারে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান বলেন, নেত্রকোনায় এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে নাশকতার অভিযোগে যুবলীগের নেতা হুমায়ুন কবিরকে আটক করে জেলা ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
থানা–পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির ফেসবুকে নেত্রকোনায় এনসিপির পদযাত্রা অনুষ্ঠানে নাশকতা চালানোর চেষ্টা করে উসকানিমূলক স্ট্যাটাস দেন। বিষয়টি নজরে আসার পর জেলা ডিবি পুলিশ ও পূর্বধলা থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
নেত্রকোনায় আজ রোববার এনসিপি পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হবে। শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে আজ সকাল ১০টায় পথসভা শুরু হওয়ার কথা ছিল। তবে বেলা পৌনে ১২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় কর্মসূচি শুরু হয়নি। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার জোরদার করা হয়েছে।
পুলিশ ও নেত্রকোনা জেলা এনসিপির কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষে ঘটে হতাহতের ঘটনা। এরপর কক্সবাজারে এনসিপির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে চকরিয়ায় মঞ্চ ভেঙে দেওয়া হয়। এর পর থেকে দলের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছে।
এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম খান পাঠান বলেন, পথসভা শেষে শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে তেরিবাজার ঘুরে আখড়ার মোর হয়ে বরবাজার দিয়ে একই স্থানে এসে পদযাত্রা শেষ হবে। পরে কেন্দ্রীয় নেতারা শেরপুর যাবেন।