এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে প্রতিষ্ঠা করতে আন্দোলন করিনি: আখতার হোসেন
Published: 26th, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘ঠিক এক বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে হাসিনাকে উৎখাত করি। আমরা যখন হাসিনাকে উৎখাত করি, তখন এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে প্রতিষ্ঠা করতে আন্দোলন করিনি। দেশের রাষ্ট্রকাঠামো সংস্কার হবে, বাংলাদেশের সব প্রতিষ্ঠান জনগণের হবে, নাগরিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে—এই কারণে চব্বিশে রক্ত দিয়েছি।’
আজ শনিবার বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরবে এনসিপি আয়োজিত পথসভায় আখতার হোসেন এসব কথা বলেন। শহরের নদী বাংলা সেন্টার পয়েন্ট এলাকায় পথসভার আয়োজন করা হয়।
আখতার হোসেন দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের ভাইয়েরা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, জীবন দিয়েছে। এইসব করেছে নতুনভাবে দেশ গড়তে। নতুনভাবে দেশ গড়ার এনসিপির এই বার্তা ভৈরবের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করতে গিয়ে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশকে যারা দীর্ঘ সময় শাসনের নামে শোষণ করেছে, সেতু, কালভার্ট, রাস্তাঘাট করার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিচার করতে হবে। আমরা আর পাচারের রাজনীতি দেখতে চাই না।’
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা চাই এনসিপি প্রতিটি ঘরে পৌঁছে যাক। তবে আমাদের আচরণ ঠিক রাখতে হবে। অনেকে চাঁদাবাজি করবে। কিন্তু আমাদের সামাজিক বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে হবে। ইনসাফ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক কাজ করতে হবে।’
হাসনাত আবদুল্লাহ দলীয় কর্মীদের অভয় দিয়ে বলেন, ‘আপনাদের কেউ যদি ভয় দেখায়, রাজনৈতিকভাবে নিরুসাৎসাহিত করে, আমাদের জানাবেন, ব্যবস্থা নেব।’ এ সময় কর্মীদের দলীয় কোন্দল থেকে দূরে থাকারও আহ্বান জানান তিনি।
পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরীফুল হক, ভৈরব উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ কাইজার প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আখত র হ স ন আম দ র এনস প
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি