পুঁজিবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন
Published: 27th, July 2025 GMT
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৭ জুলাই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
পুঁজিবাজার কিছুদিন ধরে ইতিবাচক ধারায় রয়েছে। গত কয়েক মাসের চেয়ে সম্প্রতি পুঁজিবাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে। তবে টানা ৮ কার্যদিবস পর রবিবার পুঁজিবাজারে সূচকের পতন ঘটেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭.
আরো পড়ুন:
নিটল ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে
অর্ধবার্ষিকে ফারইস্ট ফাইন্যান্সের লোকসান বেড়েছে
ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত আছে ৫০টির।
এ দিন ডিএসইতে মোট ৮৬৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৫১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৮.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১৬২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৯.৫৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৬৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.২৭ পয়েন্ট কমে ৯৪৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৫২.০৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮১টি কোম্পানির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত আছে ২৪টির।
সিএসইতে ১০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট ড এসই স এসই
এছাড়াও পড়ুন:
১০ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন ১০ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। সোমবার (২৮ জুলাই) থেকে উভয় পুঁজিবাজারে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘‘10Y BGTB 23/07/2035’’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ''TB10Y0735'' এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- "88541"। একইভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- 'TB10Y0735'' এবং সিএসইতে ট্রেডিং আইডি- "50307"।
তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৩৫ সালের ২৩ জুলাই শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ৯৯.৯০৫১ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১০.৪৮ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।
ঢাকা/এনটি/ইভা