বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে সংগঠনটির সব কমিটির কার্যক্রম স্থগিত করা করেছে। রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি রিফাত রশীদ। একই সঙ্গে বৈষম্যবিরোধী ব্যানার ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে রিফাত রশীদ বলেন, ‘সারা বাংলাদেশে গতকালকের (শনিবার) ঘটনা এবং এর মাঝেও অনেকগুলো ঘটনা আমরা দেখতে পেয়েছি, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে-বেনামে অনেক ধরনের অপকর্ম, অপকাণ্ড করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে।.

..আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম, সেদিনই আমরা সতর্ক করেছিলাম—এই ধরনের কোনো কিছু বরদাশত করা হবে না।’

রিফাত রশীদ বলেন, ‘এই কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল, এই কমিটি গঠনের দায়িত্বে যারা ছিল, তারা যেহেতু বিভিন্ন রাজনৈতিক দল-মতের ভিতরে চলে গিয়েছে এবং তখন দেখা গিয়েছে যে তাদেরই শেল্টার (আশ্রয়) বা অন্য ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর শেল্টারে বা অনেক সময় তারাও বিপথগামী হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা যারা, তাদের অনেকে বিপথগামী হয়েছে এবং এর মধ্য দিয়ে তাদের মাঝে কিছু করাপশনের (দুর্নীতি) ব্যাপারগুলো আমরা লক্ষ করছি। এবং যেটা এই মুহূর্তে ভিজিবলি কন্ট্রোল (দৃশ্যমান নিয়ন্ত্রণ) করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’

এমন পরিস্থিতিতে জরুরি সভা করার কথা জানান রিফাত রশীদ। তিনি বলেন, সভায় সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশে সংগঠনের সব কমিটির কার্যক্রম স্থগিত থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সূত্র জানায়, সারা দেশে সংগঠনের শতাধিক কমিটি রয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ে আছে ৪৫টি। মহানগর কমিটি আছে ৭টি, থানা কমিটি আছে ২৩টি। এ ছাড়া ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানেও কমিটি আছে। এর বাইরে উপজেলা পর্যায়েও বেশ কিছু কমিটি রয়েছে। উপজেলা পর্যায়ের কমিটিগুলো স্থানীয় উদ্যোগে হয়েছে।

গত শনিবার রাজধানীর গুলশানে আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) একজন সাবেক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। সেখানে গণতান্ত্রিক ছাত্রসংসদেরও (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত) একজন নেতা ছিলেন। ওই চাঁদাবাজির ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সংবাদ সম্মেলন করে সারা দেশের সব কমিটি (কেন্দ্রীয় কমিটি ছাড়া) স্থগিত করার কথা জানালেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে বলে সংবাদ সম্মেলনে জানান রিফাত রশীদ। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা অপকর্ম করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অভ্যুত্থানের পর গত বছরের অক্টোবরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রথম আহ্বায়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ। তিনিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির বেশির ভাগ নেতার নেতৃত্বে গত ফেব্রুয়ারি মাসে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দৃশ্যমান কোনো কার্যক্রম সেভাবে ছিল না। সর্বশেষ গত জুন মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই কমিটিতে রশিদুল ইসলাম (রিফাত রশীদ) সভাপতি ও মো. ইনামুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, অনেক দিন ধরেই সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে নানা ধরনের অপকর্ম, চাঁদাবাজি হয়ে আসছে। পরাজিত শক্তি ও বিভিন্ন রাজনৈতিক শক্তির ইন্ধনে এবং নামে-বেনামে সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করার চেষ্টা হচ্ছে। কিন্তু সংগঠন হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ধরনের অপকর্ম, চাঁদাবাজি বরদাশত করে না।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ন দ র য় কম ট র জন ত ক ব কম ট গঠন র স গঠন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ