বৃষ্টি হলো সারা রাত, তবু ঢাকার বাতাসের হাল ভালো নয়
Published: 28th, July 2025 GMT
রাজধানীতে এত বৃষ্টির পরও বায়ুর মান ভালো হয়নি। আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার সকালেই জানিয়েছে, রাতভর অন্তত ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। সাধারণত বৃষ্টি হলে বায়ুর মান ভালো হয়। কিন্তু রাজধানীতে সকাল পৌনে ১০টার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুমান ১৩২। এ মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ গোষ্ঠীর মধ্যে আছে বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী ও শিশু এবং যাদের কোনো বিশেষ ধরনের শারীরিক সমস্যা রয়েছে এমন ব্যক্তি।
আজ বায়ুদূষণে শীর্ষ স্থানে আছে উগান্ডার কাম্পালা, স্কোর ১৮১। দ্বিতীয় স্থানে আছে বাহরাইনের মানামা, ১৭৯।
বায়ুদূষণে ঢাকার অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
বর্ষাকালে সাধারণত বায়ুদূষণ কম থাকে মূলত বৃষ্টির কারণে। মোটামুটি মে মাসের শেষ থেকেই কমে আসতে থাকে দূষণ। কারণ, এ সময় থেকেই বৃষ্টি শুরু হয়। প্রাকৃতিক এ ঘটনা ছাড়া দূষণ রোধে আর কোনো ব্যবস্থাই আসলে নেই। সরকারি নানা উদ্যোগ তো ব্যর্থ প্রমাণিত হয়েছে। বৃষ্টি হলে নগরীর দূষণ কমে কয়েক দিন, তারপর আবার বাড়ে। জুলাই সবচেয়ে কম দূষণের মাস। তারপরও আজ দূষণ পরিস্থিতি অপেক্ষাকৃত খারাপ।
রাজধানীর বেশি দূষিত এলাকাগুলোর মধ্যে আছে পীরেরবাগ রেললাইন, স্কোর ১৬৫, মহাখালীর আইসিডিডিআরবিতে স্কোর ১৬০।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫