পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

সোমবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শাহজালাল ইসলামী ব্যাংকের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

রেনেটার প্রেফারেন্স শেয়ার অনুমোদন

পুঁজিবাজারে আসতে আগ্রহী আশুগঞ্জ পাওয়ার স্টেশন

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। সেই হিসাবে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
 

ঢাকা/এনটি/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ য় রহ ল ড র

এছাড়াও পড়ুন:

ছয় মাসে ইউনাইটেড ফাইন্যান্সের নিট মুনাফা ৬ শতাংশ বেড়েছে

ইউনাইটেড ফাইন্যান্স ২০২৫ সালের প্রথমার্ধে গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেশি নিট মুনাফা অর্জন করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির ২৩৪তম বোর্ড সভায় এ বছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনাইটেড ফাইন্যান্স এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নিট মুনাফায় ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে ইউনাইটেড ফাইন্যান্স আর্থিক স্থিতিশীলতা ও শৃঙ্খলাপূর্ণ পরিচালনার ধারাবাহিকতা বজায় রেখেছে। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক এপ্রিল–জুনে প্রথম প্রান্তিকের তুলনায় কর–পরবর্তী মুনাফা ৩৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বছরের প্রথমার্ধে শেয়ারপ্রতি আয় বেড়ে হয়েছে ১৭ পয়সা, যা আগের বছর ছিল ১৬ পয়সা। ২০২৫ সালের জুনের শেষে ইউনাইটেড ফাইন্যান্সের মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৩ কোটি টাকা। ২০২৪ সালে কোম্পানির খেলাপি ঋণ ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ।

এ বিষয়ে ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও ইউনাইটেড ফাইন্যান্স শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও গভর্ন্যান্সের প্রতি অটল থেকে এগিয়ে যাচ্ছে। যদিও ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় আমাদের পোর্টফোলিও কিছুটা সংকুচিত হয়েছে। তবে দূরদৃষ্টিসম্পন্ন পরিচালনার ফলে আমরা গত বছরের প্রথমার্ধ এবং এ বছরের প্রথম প্রান্তিকের তুলনায় বেশি মুনাফা অর্জন করতে পেরেছি। আমরা আমাদের নতুন কৌশল ও টেকসই দৃষ্টিভঙ্গির মাধ্যমে ২০২৫ সালে ভালো ফলের ব্যাপারে আশাবাদী।’

সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড ফাইন্যান্সের চেয়ারম্যান নাজমুল হাসান। সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ, মাহেনুর সুলতানা রশিদ, কায়েস খলিল খান, কুতুবউদ্দিন আকতার রশিদ ও খন্দকার জায়েদ আহসান; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জাহিদুর রহমান ও মাহফুজুল হক এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান, প্রধান আর্থিক কর্মকর্তা লিংকন মণ্ডল ও ভারপ্রাপ্ত কোম্পানি সচিব লাবিবা মাহজাবিন।

সম্পর্কিত নিবন্ধ

  • জাতিসংঘ স্থায়ী মিশনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিশেষ অনুষ্ঠান
  • দ্বিতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে
  • ঢাবিতে জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভা
  • সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্‌সহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা
  • জুলাইয়ের ২৭ দিনে ৯ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি
  • চট্টগ্রামে এক বছরে দ্বিগুণ হয়েছে এডিস মশার লার্ভা
  • ছয় মাসে ইউনাইটেড ফাইন্যান্সের নিট মুনাফা ৬ শতাংশ বেড়েছে
  • ২৮ আসন ফাঁকা রেখেই কুবির ভর্তি সম্পন্ন
  • শরীরে প্রবেশ করা মাইক্রোপ্লাস্টিক কীভাবে প্রভাব ফেলে