উগান্ডার রাজধানী কাম্পালায় অভিজাত এলাকা বুজিগা হিল। গত সপ্তাহে এলাকাটিতে নজর কেড়েছিল বিলাসবহুল একটি বাড়ি। তিন দিন ধরে অতিথি আগমন, পানাহার আর গভীর রাত পর্যন্ত আনন্দ–ফুর্তিতে মেতে ছিল বাড়িটি। চলছিল বিয়ের অনুষ্ঠান। যাঁর বিয়ে তিনিও মানুষটি যেনতেন কেউ নন—জোহরান মামদানি। নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টি থেকে মেয়র প্রার্থী হয়েছেন তিনি।

মামদানির বয়স ৩৩ বছর। ডেটিং অ্যাপে তাঁর পরিচয় হয়েছিল ২৭ বছর বয়সী রামা দুয়াজির সঙ্গে। সেখান থেকেই প্রেম। এরপর গত বছরের ডিসেম্বরে দুবাইয়ে বাগদান। ফেব্রুয়ারিতে নিউইয়র্কে ছোট পরিসরে একটি অনুষ্ঠানে বিয়ে করেন তাঁরা। এবার কাম্পালায় হলো বিশাল আয়োজন। গত মঙ্গলবার থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলেছে বৃহস্পতিবার পর্যন্ত। এর আগে রোববার উগান্ডা যান মামদানি।

এত জায়গা থাকতে উগান্ডায় বিয়ের অনুষ্ঠান কেন? মামদানির জন্ম আসলে আফ্রিকার এ দেশটিতেই। মাত্র সাত বছর বয়সে জন্মভূমি ছেড়ে নিউইয়র্কে চলে যান তিনি। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। কাম্পালার বুজিগা হিলের অভিজাত বাড়িটি তাঁর বাবা মাহমুদ মামদানির (৭৮)। পেশায় তিনি অধ্যাপক। আর মামদানির মা মীরা নায়ার (৬৭) একজন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা।

বুজিগা হিলে উগান্ডার ধনী ব্যক্তিদের বসবাস। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মামদানিদের বাড়িটিকে জমকালো রূপ দেওয়া হয়। বাগানের গাছগুলো সাজানো হয় রঙিন বাতি দিয়ে। ভেসে আসছিল সংগীতের সুর। মঙ্গলবার অনুষ্ঠানের শুরুর দিনে বাড়িটিতে হাজির হতে শুরু করে মার্সিডিজ ও রেঞ্জ রোভারের মতো নামীদামি ব্র্যান্ডের গাড়ি।

এদিন বাড়িটিতে নিরাপত্তাব্যবস্থা ছিল কড়া। সচরাচর নিরাপত্তা নিয়ে এলাকাটিতে এতটা তৎপরতা দেখা যায় না। প্রত্যক্ষদর্শী একজনের ভাষায়, ‘বাড়ির বাইরে ২০ জনের বেশি বিশেষ বাহিনীর সদস্য ছিলেন। তাঁদের অনেকের মুখে ছিল মুখোশ। মুঠোফোন জ্যাম করার ব্যবস্থা ছিল। এ সবকিছুই করা হয়েছিল মামদানির বিয়ের অনুষ্ঠানের জন্য। বাড়ির একটি ফটকেই ছিলেন নয়জন নিরাপত্তারর্ক্ষী।’

বৃহস্পতিবারের আয়োজন ছিল আরও জমকালো। ভারতীয় ধাঁচের অনুষ্ঠানে পরিবেশন করা হয় ফলের জুস। নাচ–গান মিলিয়ে অনুষ্ঠান গড়ায় মধ্যরাত পর্যন্ত। এর আগে অতিথিদের উদ্দেশে মাইক্রেফোনে কথা বলেন মামদানি। তিন দিনের অনুষ্ঠান শেষে শুক্রবার মামদানিদের বাড়ি থেকে অনুষ্ঠানের তাঁবুগুলো খুলে নেওয়া হয়। আর অনুষ্ঠানের ফুলগুলো স্তূপ করে রাখা হয় ফটকের বাইরে।

মামদানির বিয়ের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা এতটাই জোরদার ছিল যে রাজধানীর অনেকে জানতেও পারেননি বাড়ির ভেতরে কী হচ্ছে। এ কথা কাম্পালার এক বাসিন্দারই। শহরের আরেক বাসিন্দা বলেন, ‘আমরা শুনেছি মামদানি নিউইয়র্কের মেয়র হতে যাচ্ছেন। জানতে চাই—এখন কি আমরা যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসা পাব? মামদানি যেভাবে নিউইয়র্কে গেছেন, সেভাবে যেতে পারব?’

এদিকে মামদানির বিয়ের উৎসবের সময় তাঁর প্রতিবেশী অনেকেই পালন করছিলেন শোক। কারণ, ১৪ জুলাই মারা গেছেন উগান্ডার সুপ্রিম কোর্টের বিচারপতি জর্জ কানইয়েইহামবা। তাঁর বাড়ি মামদানির বাড়ির একেবারে কাছে। একজন বলেন, ‘তাঁকে এখনো সমাহিত করাও হয়নি। আগামী সপ্তাহে সমাহিত করার আগে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর স্বজনেরা আসছেন। ঠিক এই সময়ে তিন দিন ধরে বিয়ে উদ্‌যাপন করলেন মামদানি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য় র অন ষ ঠ ন ম মদ ন র ব য় র অন ষ ঠ ন র ন উইয়র ক ন ম মদ ন

এছাড়াও পড়ুন:

‘শফিউল বারী বাবু ছিলেন আন্দোলনের প্রেরণা’ 

বিএনপির দুঃসময়ে যখন অনেকেই পাশে ছিলেন না, তখন শফিউল বারী বাবু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। তিনি বলেন, “বাবু ভাই শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের আদর্শ, আমাদের প্রেরণা এবং একজন শিক্ষক। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে তার অবদান বিএনপি পরিবার কখনো ভুলবে না।”

সোমবার (২৮ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের হাজী আমজাদ মিয়া জামে মসজিদ প্রাঙ্গণে শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ সব কথা বলেন। 

জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বাবুর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন ভুলু, জেলা কমিটির সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ, রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হান্নান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কমলনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সেলিম ও সদস্য সচিব গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন।

২০২০ সালের ২৮ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু। রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ সরকারের সময় তাকে একাধিকবার কারাবরণ করতে হয়।

ঢাকা/লিটন/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল যাত্রীবাহী বাস
  • নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা সম্পর্কে যা জানা গেলো
  • পাঁচ দ্বীপে বাড়ি কিনলেই পাবেন পাসপোর্ট, দেড় শতাধিক দেশে ভিসামুক্ত প্রবেশ সুবিধা
  • মানুষকে জড়িয়ে ধরল হস্তীশাবক
  • নিউইয়র্কের ম্যানহাটানে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ নিহত ৫
  • ‘একজন শিল্পীকে ভীষণভাবে অসম্মানিত করা হচ্ছে’
  • ‘শফিউল বারী বাবু ছিলেন আন্দোলনের প্রেরণা’ 
  • যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টে ছুরিকাঘাতে আহত ১১
  • গাজা নিয়ে ‘গণহত্যামূলক সাংবাদিকতা’ করছে নিউইয়র্ক টাইমস