Prothomalo:
2025-08-01@10:17:09 GMT

একই দিনে দুইবার সূর্যগ্রহণ

Published: 31st, July 2025 GMT

বিরল এক মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো সোলার ডাইনামিকস অবজারভেটরি (এসডিও)। গত ২৫ জুলাই একই দিনে দুইবার সূর্যগ্রহণের ঘটনা পর্যবেক্ষণ করেছে স্যাটেলাইটটি। শুধু তা–ই নয়, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হওয়া দুটি সূর্যগ্রহণের ছবিও তুলেছে। জিওসিনক্রোনাস কক্ষপথে থাকা এসডিও স্যাটেলাইট ২০১০ সালে উৎক্ষেপণের পর থেকে সৌরশিখা, চৌম্বক ক্ষেত্রসহ সূর্যের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

নাসার তথ্যমতে, ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এসডিও ও সূর্যের মাঝখানে এসে পড়ে চাঁদ। এরপর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে পৃথিবী নিজেই এসডিওর দৃষ্টিকোণ থেকে সূর্যকে আড়াল করতে শুরু করে এবং বেলা ২টার আগে সূর্য আমাদের গ্রহের পেছনে পুরোপুরি হারিয়ে যায়।

আরও পড়ুনসূর্যগ্রহণ দেখতে ছুটছেন লাখো মানুষ০৮ এপ্রিল ২০২৪

এসডিও পৃথিবীর চারপাশে জিওসিনক্রোনাস কক্ষপথে থাকায় এটি প্রায় সব সময় সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারে। ২৫ জুলাই এই সুবিধাজনক অবস্থান থেকে এসডিও আংশিক সূর্যগ্রহণের দৃশ্য ধারণ করে, যখন এসডিও ও সূর্যের মাঝখানে চলে আসে চাঁদ।

আরও পড়ুনসূর্যের ভেতরটা কেমন, দেখুন বাংলাদেশি পদার্থবিদের তোলা ছবিতে১৪ নভেম্বর ২০২৪

নাসা আগে থেকেই এই ঘটনাকে লুনার ট্রানজিট বা চাঁদের অতিক্রমণ হিসেবে পূর্বাভাস দিয়েছিল এবং ধারণা করেছিল যে এটি সূর্যপৃষ্ঠের প্রায় ৬২% ঢেকে ফেলবে। বাস্তবেও চাঁদের ছায়া ধীরে ধীরে সূর্যকে অতিক্রম করে এবং সবচেয়ে বেশি সময় সূর্যের প্রায় দুই-তৃতীয়াংশ ঢেকে রাখে। এই দৃশ্য এসডিওর অতিবেগুনি (আলট্রাভায়োলেট) টেলিস্কোপ এআইএ (এটমোসফেরিক ইমেজিং অ্যাসেম্বলি) ধারণ করে যেখানে সূর্যের নিম্ন বায়ুমণ্ডল এবং সূর্যের প্রান্তে থাকা উজ্জ্বল করোনাল লুপগুলো স্পষ্ট দেখা গেছে।

সূত্র: এনডিটিভি, লাইভ সায়েন্স

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এসড ও

এছাড়াও পড়ুন:

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান তৌসিফ মাশরুরুল করিম।

এজিএম-এ পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস নুসরাত জাহান তানিয়া, মো. আশিক হোসেন এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন।

এছাড়া কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান এবং প্রধান অর্থ কর্মকর্তা এ কে এম মোস্তাক আহম্মেদ খান সভায় অংশগ্রহণ করেন।

শেয়ারহোল্ডারদের মধ্য থেকে মো. রেজাউল করিম, নিয়াজ আহমেদ, আজমত নিয়াজ ও হাসিব আহমেদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিচালকমণ্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

সভায় ২০২৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের মাঝে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষও কোম্পানির আর্থিক অগ্রযাত্রা ধরে রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ