বিশ্বজুড়ে আলোচিত কে–পপ ব্যান্ড বিটিএসের অনুরাগীরা ‘আর্মি’ নামে পরিচিত। সিউল থেকে লস অ্যাঞ্জেলেস, টেক্সাস থেকে মেক্সিকো সিটি—দুনিয়াজুড়ে ছড়িয়ে আছে আর্মি। আর্মির সংখ্যা ৯ কোটি ছাড়িয়েছে। আর্মিদের নিয়ে ‘বিটিএস আর্মি: ফরএভার উই আর ইয়াং’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন পরিচালক গ্রেস লি ও পার্টি আন। ৫ আগস্ট তথ্যচিত্রটি মুক্তি পাবে।
তথ্যচিত্রের অন্যতম নির্মাতা ও প্রযোজক গ্রেস লি বলেন, ‘আর্মি ছাড়া বিটিএস কিছুই নয়, আর বিটিএস ছাড়া আর্মিও তো কিছুই নয়।’ জন্মলগ্ন থেকেই বিটিএস ও আর্মি একে অপরের পরিপূরক। ফোর্বস জানিয়েছে, তথ্যচিত্রে প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে থাকা আর্মিদের কার্যক্রম ফুটে উঠেছে, তথ্যচিত্রে আর্মিদের আশা ও ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

বিটিএসকে নিয়ে আগেও তথ্যচিত্র নির্মিত হয়েছে। তবে এটি আলাদা; কারণ, তথ্যচিত্রটি ভক্তদের নিয়ে নির্মিত হয়েছে। তথ্যচিত্রের মূল চরিত্রে রয়েছেন আর্মিরাই। যাঁদের সহনশীলতা ও বিটিএসের প্রতি গভীর আবেগপূর্ণ সম্পর্ককে উদযাপন করা হয়েছে। এতে সিউলের একটি ড্যান্স ক্লাসকে দেখানো হয়েছে, সেই ক্লাসে বিটিএসের নাচের কোরিওগ্রাফি শেখানো হয়।
পরিচালক ও প্রযোজক প্যাটি আন বলেন, ‘তথ্যচিত্রটি আর্মিদের আবেগ জড়িয়ে আছে, আমরা সেই আর্মিদের সঙ্গে পরিচিত হব, যারা আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে ও ভাবতে বাধ্য করেছে। আর্মিদের সহনশীলতা, সৃজনশীলতা ও রসবোধে আমরা বারবার মুগ্ধ হয়েছি এবং আশা করি দর্শকেরাও তা–ই হবেন।’

আরও পড়ুনবিটিএস ফিরছে কবে, যা জানা গেল২০ জুন ২০২৫

এর মধ্যে প্রথম লাইভ অ্যালবাম ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ-লাইভ’ প্রকাশ করেছে বিটিএস। অ্যালবামে ২০২১-২২ সালে ওয়ার্ল্ড ট্যুর ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’-এ সিউল, লস অ্যাঞ্জেলেস ও লাস ভেগাসে গাওয়া গানগুলো জায়গা পেয়েছে। অ্যালবামে ‘ডায়নামাইট’, ‘বাটার’-এর মতো হিট গান থাকছে। ট্যুরে গানগুলো নতুন আয়োজনে গাওয়া হয়েছিল। এর বাইরে ‘অন’, ‘ফায়ার’, ‘ডোপ’, ‘আইডল’সহ ২২টি গানের লাইভ ভার্সন রয়েছে।
প্রায় তিন বছর বিরতির পর আগামী বছরের বসন্তকালে মঞ্চে ফিরছে বিটিএস। ইতিমধ্যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর ম দ র ব ট এস

এছাড়াও পড়ুন:

বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...

গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।

একনজরে সিনেমা: ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ স্ট্রিমিং: নেটফ্লিক্স ধরন: ড্রামা, ক্রাইম থ্রিলার রানটাইম: ১ ঘণ্টা ৩২ মিনিট পরিচালক: সাইমন স্টোন অভিনয় : কিরা নাইটলি, গাই পিয়ার্স, ডেভিড আজালা, গিটে উইট, আর্ট মালিক, হান্নাহ ওয়াডিংহাম, কায়া স্কোডেলারিও

লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।

‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ