জাতীয় কমিশনের হাতে সুজনের জাতীয় সনদ
Published: 4th, August 2025 GMT
দীর্ঘ সংলাপ, জরিপ ও জনমত যাচাই শেষে প্রণীত জাতীয় সনদের একটি চূড়ান্ত খসড়া হস্তান্তর করেছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
সোমবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই সনদ হস্তান্তর করা হয়েছে।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে সনদটি তুলে দেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য বিশিষ্ট উন্নয়ন চিন্তাবিদ ড.
অধ্যাপক রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এমন একটি সনদ প্রণয়নের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এটি আগামী জুলাই জাতীয় সনদ ২০২৫ এর নীতিগত কাঠামো তৈরিতে সহায়ক হবে।”
সুজন জানায়, ২০১৩ সাল থেকেই তারা একটি মৌলিক জাতীয় সনদ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্য প্রতিষ্ঠা এবং জনমত গঠনের লক্ষ্যে তখন থেকেই নানা সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে আসছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায়, ২০২৩ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আটটি বিভাগীয় শহরে নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের অংশগ্রহণে কর্মশালা এবং জাতীয় পর্যায়ে একটি বড় পরিসরের নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
তারা জানায়, সুজন কর্তৃক প্রণীত সনদটি শুধুই সংস্থা-নির্ভর কোনো দলিল নয়। সারাদেশে ১৫টি সংলাপ এবং ৪০টি প্রশ্ন ভিত্তিক একটি জনমত জরিপে ১ হাজার ৩৭৩ জন নাগরিক অংশগ্রহণ করেন।
জরিপে পাওয়া মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সংস্কার কমিশন গঠনের সুপারিশসহ বেশ কয়েকটি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়।
সুজন নেতারা জানিয়েছেন, এই জাতীয় সনদ এখন কেবল ঐকমত্য কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে এটি অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে, যাতে রাজনৈতিক সংস্কার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা যায়।
সনদ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, সুজন ঢাকা মহানগর কমিটির সম্পাদক এবং বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব জুবাইরুল হক নাহিদ, ঢাকা জেলা কমিটির সম্পাদক মাহবুল আলম, কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী জিল্লুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মুশতারী বেগম প্রমুখ।
ঢাকা/এএএম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় সনদ র জন ত ক ঐকমত য
এছাড়াও পড়ুন:
বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হলে গণভোট ছাড়া উপায় নেই: এবি পার্টি
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে গণভোট ছাড়া উপায় নেই।
জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবি পার্টির চেয়ারম্যান এ কথা বলেন।
ঐকমত্য কমিশনের বৈঠকে মজিবুর রহমান বলেছেন, ‘সংবিধান পরিবর্তন, সংস্কার, সংশোধন, নতুন করে লেখা বা বাতিলের চূড়ান্ত ক্ষমতা জনগণের। আমরা ঐক্যবদ্ধ মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করেছি, হয়তো কয়েকটি বিষয়ে কারও কারও “নোট অব ডিসেন্ট” (দ্বিমত) আছে। কিন্তু চূড়ান্ত কোনটা হবে, তা নির্ধারণের মূল ক্ষমতা জনগণের।’
কমিশনের আজকের প্রস্তাবে জুলাই ঘোষণাপত্রের ২২ নম্বর অনুচ্ছেদকে রেফারেন্স আকারে উল্লেখ করায় কোনো কোনো রাজনৈতিক দল ও নেতা জুলাই ঘোষণাপত্রের বৈধতা নিয়ে মন্তব্য করেন। এ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে যাঁরা আজ প্রশ্ন তুলছেন, কাল তাঁরা সংসদে জুলাই সনদ বাস্তবায়ন করবেন এবং এই সনদকে প্রশ্নবিদ্ধ করবেন না, তার নিশ্চয়তা কী?
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক বলেন, সংবিধানে এটা নেই, ওটা নেই বলে সংবিধান সংস্কার করা যাবে না—এই ধারণা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাপরিপন্থী। রাজনৈতিক দলগুলো যদি জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির প্রশ্নে নিজেদের অবস্থান থেকে নমনীয় না হয়, তবে জাতীয় ঐকমত্য কমিশনের পুরো প্রচেষ্টা মুখ থুবড়ে পড়বে।
আশঙ্কা প্রকাশ করে এবি পার্টির এই নেতা বলেন, এমন পরিস্থিতি জাতিকে এক গভীর সংকটের দিকে ঠেলে দেবে। সুতরাং জাতীয় স্বার্থে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি; অন্যথায় গণভোট ছাড়া কোনো বিকল্প নেই।
আরও পড়ুনবর্ধিত মেয়াদের আগেই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ৪ ঘণ্টা আগে