দীর্ঘদিন কাশির সমস্যায় ভুগছেন, ফুসফুস ক্যান্সার নয়তো?
Published: 26th, August 2025 GMT
সাধারণত আবহাওয়া পরিবর্তনের সময় কাশির সমস্যা দেখা দেয়। কারও কারও ক্ষেত্রে দেখা যায় যে, কাশির ওষুধ খাওয়ার পরেও সমস্যা দূর হয় না। কিন্তু দীর্ঘদিনের খুসখুসে কাশি একটি বিরক্তিকর সমস্যা। এই সমস্যা দীর্ঘস্থায়ী হলে ঘুম ব্যাহত হতে পারে, ক্লান্তিবোধ থাকতে পারে। আরও বেশ কয়েকটি সমস্যা দেখা দিতে পারে। যেমন—গুরুতর ক্ষেত্রে বমি, হালকা মাথাব্যথা এবং বুকে ব্যথা। এসব সমস্যার পাশাপাশি আরও একটি জটিল রোগ হতে পারে, তাহলো ফুসফুসের ক্যান্সার।
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হলে কাশি দীর্ঘস্থায়ী হতে পারে। এই রোগের প্রধান লক্ষণ হলো ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে কাশির সঙ্গে কফ-রক্ত যেতে পারে। এই লক্ষণ উপেক্ষা না করে শ্লেষ্মার সঙ্গে রক্তক্ষরণ বা লাল রঙের কফও ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হতে পারে।
আরো পড়ুন:
শিশুর জন্য মায়ের দুধই সেরা: স্বাস্থ্য উপদেষ্টা
মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা
ক্লেভল্যান্ড ক্লিনিকের তথ্য, ‘‘ফুসফুসকে প্রভাবিত করে এমন অনেক ক্যান্সার আছে, তবে সাধারণত দুটি প্রধান ধরণ আছে নন-স্মল সেল ফুসফুস ক্যান্সার এবং স্মল সেল ফুসফুস ক্যান্সার।’’
একটানা যদি বুকে ব্যথা হতে থাকে, তাহলে এই লক্ষণ একেবারেই উপেক্ষা করবেন না। অনেক সময় শ্বাস নিতে গিয়ে কিংবা হাসতে গিয়ে বুকে ব্যথা লাগে। অল্প কাজে হাঁপিয়ে ওঠা বা ক্লান্ত লাগার মতো অসুবিধাও ক্যান্সারের লক্ষণ হতে পারে।
যদি কয়েক সপ্তাহ পর্যন্ত কাশি দীর্ঘস্থায়ী হয়, তা হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ব স থ যকর জ বন সমস য
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫