সাংবাদিক নেয়ামত উল্লাহ নাসিক’র নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য মনোনীত
Published: 26th, August 2025 GMT
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর মর্যাদাপূর্ণ নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য মনোনীত হয়েছেন সাংবাদিক মোহাম্মদ নেয়ামত উল্লাহ। ৩৫ সদস্যের ওই কমিটির সভাপতি সিটি কর্পোরেশনের প্রশাসক এএইচএম কামরুজ্জামান। কমিটির সদস্য সচিব প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র আরও জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) মোতাবেক নগরীর নগর পরিকল্পনা, নাগরিক সেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসম্মত আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নে কাজ করবে এই কমিটি।
কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় সিটি কবরস্থানের খতিব মাওলানা ইকরাম হোসেন, পূজা উদযাপন কমিটির নেতা শংকর সাহা, নারায়ণগঞ্জ ক্রিস্টিয়ান এসোসিয়েশনের সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, নারায়ণগঞ্জ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত চন্দ্রবংশ থেরো, সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, সাবেক কাউন্সিলর দিলারা মাসুদ ময়না, অসিত বরণ বিশ^াস, যুব প্রতিনিধি মাহফুজ খান, তুরাগ ক্লাস্টারের সভাপতি মায়ানুর আহমেদ মায়া, বাপা’র সহসভাপতি তারিক বিন ইউসুফ, প্রকৌশল বিশেষজ্ঞ দীপক ভৌমিক, নারায়ণগঞ্জ বিআইপি লোকাল চ্যাপ্টারের পরিকল্পনাবিদ আসাদুজ্জামান প্যারিস, পরিবহন বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল ফাহাদ, স্থপতি মোহাম্মদ নুরুজ্জামান, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ডিপিডিসি) প্রতিনিধি, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের প্রতিনিধি, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেডের (বিটিসিএল) প্রতিনিধি, রাজউকের প্রতিনিধি, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সভাপতি হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক হানিফ সরদার, নারায়ণগঞ্জ বধির সংঘের সভাপতি আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক হাজেরা বেগম, রেড ক্রিসেন্টের প্রতিনিধি মোঃ কাউছার।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ব যবস থ কম ট র সদস য
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।