ফতুল্লায় শিশু ধর্ষণের চেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
Published: 27th, August 2025 GMT
ফতুল্লায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার সময় হারুন (৭০) নামে বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বুধবার দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার দেলপাড়া টাওয়ারপাড় এলাকায় এঘটনা ঘটে। আটক হারুন দেলপাড়া টাওয়ারপাড় এলাকার মৃত. জয়নাল আবেদীনের ছেলে।
প্রত্যক্ষর্দশীরা জানান, হারুন পেশায় রাজমিস্ত্রী। দুপুর ১২টার সময় পাশের বাড়ির পাঁচ বছর বয়সী কন্যা শিশুকে কৌশলে একটি নির্মানাধীন ভবনে নিয়ে যায়।
সেখানে ধর্ষণের চেষ্টার সময় আশপাশের লোকজন শিশুটির কান্না শুনে হারুনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে হারুনকে গ্রেফতার করে শিশুটিকে হাসপাতালে পাঠায়।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, আটক বৃদ্ধকে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শিশুটিকেও ডাক্তার দেখানো হয়েছে। এবিষয়ে মামলা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।
লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।
‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স