বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিদ্বন্দ্বী ভাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা চাঁপাই গ্রামীণ সেচ প্রকল্প প্রাঙ্গণে ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। 

আরো পড়ুন:

অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না: আমীর খসরু

রাজনগরে স্বেচ্ছাসেবক দলের একাংশের বাধায় কর্মিসভা পণ্ড

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘‘জামায়াতে ইসলামকে আমরা প্রতিদ্বন্দ্বী ভাবি না। জায়ামাতের জন্ম পাকিস্তানে। এই উপমহাদেশে জামায়াতের অস্তিত্ব নেই। কারণ তাদের আকিদা ও কর্মকাণ্ড মুনাফিকদের মতো।’’ 

বিএনপি নেতা হারুন আরো বলেন, ‘‘অন্যায়, জুলুম, অত্যাচার করে জনরোষের শিকার হয়ে একটি দল দেশ ছেড়ে পালিয়েছে। এরপর আরেকটি দল নতুন করে ফেসবুকে উত্থান হয়েছে। তারা বিভিন্নভাবে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। নির্বাচন অনুষ্ঠান কেন্দ্র করে ধোয়াশার সৃষ্টি করছে।’’   

আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের পিআর পদ্ধতির দাবির বিষয়ে এই নেতা বলেন, ‘‘মানুষ জানেই না পিআর পদ্ধতি কী জিনিস। জামায়াতের লোকজন বলে আল্লাহর আইন চালু করবে। পিআর পদ্ধতি নির্বাচনে আল্লাহর আইন চালু হবে?’’

আয়োজিত অনুষ্ঠানে গোবরাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির ব্যানারে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলী, গোবরাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান। 

ঢাকা/শিয়াম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ইসল ম ব এনপ সদস য

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ