‘জামায়াতকে প্রতিদ্বন্দ্বী ভাবে না বিএনপি’
Published: 29th, August 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিদ্বন্দ্বী ভাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা চাঁপাই গ্রামীণ সেচ প্রকল্প প্রাঙ্গণে ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
আরো পড়ুন:
অনির্বাচিত সরকারের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না: আমীর খসরু
রাজনগরে স্বেচ্ছাসেবক দলের একাংশের বাধায় কর্মিসভা পণ্ড
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘‘জামায়াতে ইসলামকে আমরা প্রতিদ্বন্দ্বী ভাবি না। জায়ামাতের জন্ম পাকিস্তানে। এই উপমহাদেশে জামায়াতের অস্তিত্ব নেই। কারণ তাদের আকিদা ও কর্মকাণ্ড মুনাফিকদের মতো।’’
বিএনপি নেতা হারুন আরো বলেন, ‘‘অন্যায়, জুলুম, অত্যাচার করে জনরোষের শিকার হয়ে একটি দল দেশ ছেড়ে পালিয়েছে। এরপর আরেকটি দল নতুন করে ফেসবুকে উত্থান হয়েছে। তারা বিভিন্নভাবে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। নির্বাচন অনুষ্ঠান কেন্দ্র করে ধোয়াশার সৃষ্টি করছে।’’
আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের পিআর পদ্ধতির দাবির বিষয়ে এই নেতা বলেন, ‘‘মানুষ জানেই না পিআর পদ্ধতি কী জিনিস। জামায়াতের লোকজন বলে আল্লাহর আইন চালু করবে। পিআর পদ্ধতি নির্বাচনে আল্লাহর আইন চালু হবে?’’
আয়োজিত অনুষ্ঠানে গোবরাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির ব্যানারে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলী, গোবরাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান।
ঢাকা/শিয়াম/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ইসল ম ব এনপ সদস য
এছাড়াও পড়ুন:
ক্যানসারে আক্রান্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর শরীরে ত্বকের ক্যানসার শনাক্ত হয়েছে। বমি ও নিম্ন রক্তচাপের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ক্যানসারের প্রাথমিক ধাপ ধরা পড়ে। বর্তমানে তিনি গৃহবন্দি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
আরো পড়ুন:
৬ বছর পর ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ প্লে-অফে বলিভিয়া
মারাকানায় ব্রাজিলের বড় জয়
প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পর তার ত্বকের ক্যানসারের প্রাথমিক ধাপ ধরা পড়ে।
বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে, তার ত্বকের পরীক্ষা করে ‘স্কোয়ামাস সেল কার্সিনোমা’ শনাক্ত হয়েছে।এটি ত্বকের মাঝারি মাত্রার ক্যানসার, যা সবচেয়ে হালকা ও সবচেয়ে আক্রমণাত্মক ধাপের মাঝামাঝি পর্যায়ে রয়েছে।
চিকিৎসকরা বলেছেন যে, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। ৭০ বছর বয়সী বলসোনারো গত মঙ্গলবার বমি এবং নিম্ন রক্তচাপের কারণে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে ক্যানসারের বিষয়টি গত রবিবারের পরীক্ষায় ধরা পড়ে, যখন তার বুক ও হাতে থাকা ক্ষতস্থানের টিস্যু অপসারণ করা হয়েছিল।
তার অনকোলজিস্ট ক্লাউদিও বিয়ারোলিনি জানিয়েছেন, বলসোনারোর ক্যানসার ‘ইন সিটু’ ধাপে রয়েছে, অর্থাৎ অস্বাভাবিক কোষগুলো এখনো ছড়িয়ে পড়েনি। অস্ত্রোপচারই এর চিকিৎসার জন্য যথেষ্ট হবে। বর্তমানে বলসোনারোর শরীরে সেলাই ও ব্যান্ডেজ রয়েছে, যা দুই সপ্তাহের মধ্যে খোলা হবে বলে আশা করা হচ্ছে। বুধবার তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন, যেখানে তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন।
বলসোনারো ২০২২ থেকে ২০২৩ সালে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ার আগেই গৃহবন্দি ছিলেন। সম্প্রতি তাকে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বিচারপতি আলেকজান্দ্রে দে মোরেসের নির্দেশ অনুযায়ী, গৃহবন্দিত্বে থাকলেও চিকিৎসা জরুরি হলে তিনি বাসার বাইরে যেতে পারেন। তবে প্রতিবারই তার আইনজীবীদের আদালতে চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হয়।
বলসোনারোর সমর্থকরা তার স্বাস্থ্য পরিস্থিতিকে যুক্তি হিসেবে তুলে ধরছেন, যাতে তিনি কারাগারে না গিয়ে বাড়িতেই সাজা ভোগ করতে পারেন। তাদের দাবি, কারাগারে নিলে তার শারীরিক জটিলতা বা দুর্ব্যবহারের ঝুঁকি বাড়বে।
তার জ্যেষ্ঠ পুত্র সিনেটর ফ্লাভিও বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “আমার বাবা আগেও কঠিন লড়াই লড়ে জয়ী হয়েছেন। এবারও ভিন্ন কিছু হবে না।”
ঢাকা/ফিরোজ