Risingbd:
2025-11-03@03:06:38 GMT

ঘিওরের ২০০ বছরের নৌকার হাট

Published: 3rd, September 2025 GMT

ঘিওরের ২০০ বছরের নৌকার হাট

মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বর্ষা মৌসুমে এখানে বসে দেশের অন্যতম ঐতিহ্যবাহী নৌকার হাট। মাঠের ভেতর আর আশপাশজুড়ে সাজানো থাকে নানা আকৃতির ও নকশার নৌকা। 

নির্দিষ্ট স্থান ছাড়িয়ে হাটসংলগ্ন ডি.এন. পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও চলে বেচাকেনা। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। 

স্থানীয়দের দাবি, এ হাটের ইতিহাস দুই শতাব্দীরও বেশি পুরনো। যদিও হাটের সঠিক বয়স জানা সম্ভব হয়নি। অনেকে বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই হাটে আসছেন। 

বিদ্যালয়ের শিক্ষক পীযূষ দত্ত জানান, ধলেশ্বরী ও ইছামতী নদীর তীরে ব্রিটিশ আমলের আঠারো শতকের গোড়ার দিকেই এই হাটের সূচনা। এখনো বর্ষাকালে এই হাটের সুনাম রয়েছে দেশজুড়ে।

পদ্মা, যমুনা, ধলেশ্বরী, ইছামতী ও কালীগঙ্গাসহ আশপাশের নদীগুলোতে পানির প্রাচুর্য থাকায় এ অঞ্চলে নৌকার চাহিদা বেশি। বিশেষ করে বর্ষায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হলে গ্রামীণ সড়ক ডুবে যায়। তখন মানুষের চলাচলের একমাত্র ভরসা হয় নৌকা। ফলে বর্ষার শুরুতেই ঘিওরের নৌকার হাট জমে ওঠে, আর পানি বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে বিক্রি।

লিয়াকত মিয়া এ হাট থেকে নৌকা কিনে আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করেন। তিনি বলেন, “প্রতি বুধবার বসা এই হাটে গড়ে এক থেকে দেড়শ নৌকা বিক্রি হয়। আকারভেদে প্রতিটি নৌকার দাম ৩ হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে। প্রতি হাটে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার লেনদেন হয়।”

খলসী গ্রামের নৌকা নির্মাতা নিমাই চন্দ্র সূত্রধর বলেন, “আমরা মেহগনি, কড়ই, আম, চাম্বল আর রেইনট্রির কাঠ দিয়ে নৌকা তৈরি করি। কাঠের দাম বেড়ে গেছে কিন্তু নৌকার দাম তেমন বাড়াতে পারছি না।”

নৌকা বেচা-বিক্রিতে চলছে দরদাম।

নৌকা বিক্রেতা কানাই চন্দ্র সূত্রধরের ভাষ্যমতে, ১০ হাত লম্বা ও আড়াই হাত চওড়া একটি নৌকা ৫ হাজার টাকায় বিক্রি হয়। ১১ হাত লম্বা ও ৩ হাত চওড়া নৌকা ৬ হাজার, ১৩ হাত লম্বা নৌকা ৭ হাজার আর ১৫ হাত লম্বা নৌকা বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ হাজার টাকায়।

আশাপুর গ্রামের সমেজ উদ্দিন বলেন, “আমাদের গ্রামটা নিচু। অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। তাই নৌকা ছাড়া উপায় নেই। এ বছর সাড়ে ৫ হাজার টাকায় একটি বড় ডিঙি নৌকা কিনলাম।”

কলেজ শিক্ষক চয়ন শেখ বলেন, “প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য ধরে রেখেছে ঘিওরের নৌকার হাট। বর্ষা এলে জমে ওঠে এই হাট। নদীবেষ্টিত জনপদের মানুষের ভরসা হয়ে ওঠে কাঠের তৈরি মজবুত নৌকা।”

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা তুল ইসলাম জানান, এ উপজেলাটি নদীবেষ্টিত হওয়ায় নৌকার হাট এখানে স্বাভাবিকভাবেই সমৃদ্ধ। এ হাটে দূর-দূরান্তের ক্রেতা-বিক্রেতারা ভিড় করেন। উপজেলা প্রশাসনও এ হাটের উন্নয়নে নজর রাখছে।

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এই হ ট উপজ ল

এছাড়াও পড়ুন:

বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...

গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।

একনজরে সিনেমা: ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ স্ট্রিমিং: নেটফ্লিক্স ধরন: ড্রামা, ক্রাইম থ্রিলার রানটাইম: ১ ঘণ্টা ৩২ মিনিট পরিচালক: সাইমন স্টোন অভিনয় : কিরা নাইটলি, গাই পিয়ার্স, ডেভিড আজালা, গিটে উইট, আর্ট মালিক, হান্নাহ ওয়াডিংহাম, কায়া স্কোডেলারিও

লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।

‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ