অবৈধ বাসস্ট্যান্ড সরাতে জবি শিক্ষার্থীদের পদযাত্রা
Published: 7th, September 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন অবৈধ বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে শুরু হওয়া পদযাত্রা কাঁঠালতলা, বিজ্ঞান অনুষদ অতিক্রম করে রায়সাহেব বাজার পর্যন্ত যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বাহাদুর শাহ পার্ক ঘুরে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।
আরো পড়ুন:
৩ দাবিতে জাস্টিস ফর জুলাইয়ের সংবাদ সম্মেলন
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
পদযাত্রায় শিক্ষার্থীরা ‘অবৈধ বাসস্ট্যান্ড থাকবে না’, ‘ওয়ান টু থ্রি ফোর, বাসস্ট্যান্ড নো মোর’, ‘ ক্যাম্পাস আর বাসস্ট্যান্ড একসাথে চলে না’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বাহাদুর শাহ পার্ক ও আশপাশে যত্রতত্র বাস পার্কিংয়ের কারণে দীর্ঘদিন ধরে তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরাফাত তুশিন বলেন, “কয়েক দিন আগে আমাদের এক নারী সহপাঠী বাস চাপায় গুরুতর আহত হন। প্রতিদিন যানজটে পড়ে আমরা ক্লাসে দেরি করি। তাই অবৈধ বাসস্ট্যান্ড অপসারণ ছাড়া কোনো বিকল্প নেই।”
পদযাত্রায় সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন বলেন, “এ বিশ্ববিদ্যালয়ের সামনে কোনোভাবেই অবৈধ বাসস্ট্যান্ড থাকতে পারে না। এটি শুধু যানজট নয়, চাঁদাবাজি আর মাদকের আখড়ায় পরিণত হয়েছে। প্রশাসনের সঙ্গে একাধিকবার আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। তাই এখন থেকে রায়সাহেব বাজার হয়ে কোনো বাস ক্যাম্পাস এলাকায় ঢুকতে পারবে না।”
এদিকে, রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো.
এ সময় স্থায়ী সমাধানের জন্য ট্রাফিক বিভাগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাস মালিক সমিতিকে যৌথভাবে একটি টেকসই নীতিমালা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়। সাতদিন পর পরিস্থিতি পর্যালোচনা করে নতুন বৈঠক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররাফ হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, লালবাগ জোনের ডিসি ট্রাফিক মো. মফিজুল ইসলাম, এসি ট্রাফিক মাহতাব হোসেন, সড়ক পরিবহন সমিতির নেতা গোলাম জিলানী চৌধুরী টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পদয ত র পদয ত র
এছাড়াও পড়ুন:
চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ির শ্রমিক নিহত
রাজধানীর চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় সোহাগ হাওলাদার (৩০) নামের ঠেলাগাড়ির এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ রোববার বেলা সোয়া একটার দিকে চকবাজারের নাজিমুদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে।
সহকারী প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম বলেন, দুপুরে কেরানীগঞ্জ থেকে কারা সদর দপ্তরের দিকে যাচ্ছিল ট্রাকটি। ট্রাকটি চালাচ্ছিলেন মনসুর নামের এক চালক। নাজিমুদ্দিন রোডে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।
সোহাগের সহকর্মীরা বলেন, দুপুরে আগামাছি লেন থেকে তাঁরা চারজন মিলে ঠেলাগাড়িতে ইট বহন করে নাজিমুদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন। নাজিমুদ্দিন রোডের বড় মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি প্রিজন ট্রাক ঠেলাগাড়িতে ধাক্কা দেয়। এতে সোহাগ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহাগকে উদ্ধার করে বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোহাগের সহকর্মী আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করেছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সোহাগের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত সোহাগের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। বাবার নাম দুলাল হাওলাদার। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সোহাগ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন।