রংপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
Published: 8th, September 2025 GMT
রংপুরে আত্মগোপনে থাকা নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা শাহিদ মাহমুদকে (৫৫) গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার নেতা আবু সালেহ নাহিদকে।
রবিবার (৭ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানার ওসিরা গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন ৩ কৃষক
ভোলায় মাথার চুল কেটে নারীকে নির্যাতন, আটক ৪
গ্রেপ্তারকৃত শাহিদ নীলফামারী সদর উপজেলার খয়রাত হোসেন সড়ক থানাপাড়া এলাকার মৃত আনিস উদ্দিন আহমেদের ছেলে। তিনি যুবলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাসহ নানা অভিযোগে নীলফামারী থানায় মামলা রয়েছে তার বিরুদ্ধে।
রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শাহিদ আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবু সালেহ নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, রবিবার সন্ধ্যায় নগরীর খামার মোড় এলাকা থেকে নাহিদকে গ্রেপ্তার করা হয়। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকার আবু তালেবের ছেলে ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২ ব্যাচের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.
ওসি জানান, জুলাই অভ্যুত্থানের পর থেকেই পলাতক ছিলেন নাহিদ। তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে হামলার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
ঢাকা/আমিরুল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।
লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।
‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স