বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধসহ কিছু সংস্কারের দাবিতে বিক্ষোভ থেকে ধরে নিয়ে মারধর ও শ্লীলতাহানির অভিযোগের মামলা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

আরো পড়ুন:

দিনে জরিমানা করায় রাতের তোলা হয় বালু

নারায়ণগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী শাখাওয়াত হোসেন আদালতের নির্দেশের তথ্য সাংবাদিকদের জানান। তিনি জানান, সোমবার (৮ সেপ্টেম্বর) দায়ের করা মামলায় দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক মীর এমতাজুল হক।

মামলার এজাহারের বরাত দিয়ে শাখাওয়াত হোসেন জানান, মামলার আসামিরা হলেন, কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান, মহানগর ডিবি পুলিশের পরিদর্শক সগীর হোসেন, কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাসিম ও কনস্টেবল বিশ্বজিৎ। মামলায় অজ্ঞাতনামা আরো ১২ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী নগরীর সিএন্ডবি পোল এলাকার পেশকার বাড়ির মসজিদ গলির বাসিন্দা তাসমিন ইয়াসমিন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, ‘‘বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দালালের দৌরাত্ম্য বন্ধ ও সিন্ডিকেট ভাঙাসহ স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলন চলছে। গত ১৯ আগস্ট নগরীর ফজলুল হক এভিনিউ সড়কের নগর ভবনের সামনে তারা বিক্ষোভ করার জন্য জড়ো হন। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করে।’’ 

তিনি আরো অভিযোগ করেন, ‘‘মহানগর পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন ওয়াপদা কলোনিতে তাকেসহ কয়েকজনকে আটকে রেখে পুলিশ মারধর ও শ্লীলতাহানি করেন।’’

ঢাকা/পলাশ/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে একটি মোটরসাইকেল। এ ঘটনায় মোটরসাইকেলটির আরোহী কিশোর নিহত ও চালক আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) সকালে রাজবাড়ী ফয়ার সা‌র্ভিস অ‌ফি‌সের সাম‌নে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কে দুর্ঘটনাটি ঘটে। আহলা‌দিপুর হাইও‌য়ে থানার এসআই সাজ্জাদ হো‌সেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত

সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫

মারা যাওয়া কি‌শোরের নাম রিয়াদ আলী শেখ (১৪)। সে সদর উপ‌জেলার দদ‌শি ইউ‌নিয়‌নের বড়‌দোয়াল গ্রা‌মের রহমত আলী শে‌খের ছে‌লে। আহত রওনক সরকার‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

রাজবাড়ী ফায়ার সা‌র্ভিসের স‌ব-‌স্টেশন কর্মকর্তা মো. হা‌ফিজুর রহমান বলেন, “দ্রুত গতির মোটরসাইকেলটি আজ সকাল ৯টা ৫০ মি‌নি‌টের দি‌কে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। আমরা ফায়ার সা‌র্ভিসের সদস্যরা তাৎক্ষ‌ণিক আহতদের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যাই।”

স্থানীয়‌দের বরা‌তে আহলা‌দিপুর হাইও‌য়ে থানার এসআই সাজ্জাদ হো‌সেন জানান,‌ রিয়াদ ও রওনক সকা‌লে মোটরসাই‌কেল যো‌গে রাজবাড়ী বাজা‌রে যা‌চ্ছি‌লেন। ফায়ার সা‌র্ভিস অ‌ফি‌সের সাম‌নে মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের বিভাজকে ধাক্কা দেয়। ফলে তারা আহত হন। ফায়ার সা‌র্ভিসের সদস্যরা তাদের উদ্ধার ক‌রে রাজবাড়ী হাসপাতা‌লে নি‌য়ে যান। সেখানকার চি‌কিৎসক রিয়াদ‌কে মৃত ঘোষণা ক‌রেন। 

তিনি ব‌লেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/রবিউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • রপ্তানি উন্নয়ন ব্যুরোতে হঠাৎ দুদকের অভিযান
  • দেশের প্রথম মালয়েশিয়ান ডিগ্রি ক্যাম্পাস: ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস
  • সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত