চট্টগ্রাম বিমানবন্দরের রেকর্ড ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয়
Published: 14th, September 2025 GMT
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ২০২৪-২০২৫ অর্থবছরে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয় করেছে। যা এই বিমান বন্দরের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয়ের রেকর্ড।
সর্বশেষ গত ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব আয় ছিল ২৩৭ কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় এই বছর প্রায় ৩৩ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে এই বিমানবন্দর।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল রেকর্ড রাজস্ব আয়ের সত্যতা নিশ্চিত করে জানান, বকেয়া রাজস্ব আদায়সহ বিমানবন্দরের সার্বিক ইতিবাচক ব্যবস্থাপনার ফলে চলতি অর্থ বছরে রাজস্ব আয়ে রেকর্ড হয়েছে। এই বছর যে রাজস্ব আয় হয়েছে তা চট্টগ্রাম বিমানবন্দরের ইতিহাসে সর্বোচ্চ।
বিমানবন্দরের রেকর্ড থেকে জানা যায়, ২০২৫ সালের জুন পর্যন্ত ৬ মাসে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে ৩ লাখ ৯২ হাজার ৪৫৬ জন যাত্রী যাতায়াত করেছেন। অভ্যন্তরীণ রুটে ২০২৫ সালের জুন পর্যন্ত যাত্রী যাতায়াত সংখ্যা ৬ হাজার ৬৯০ জন।
বিমানবন্দরের পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রাজস্ব আয় হয়েছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা। এর আগের অর্থবছর ২০২৩-২০২৪ এ আয় হয়েছিল ২৩৭ কোটি টাকা, ব্যয় ছিল ৩৬ কোটি টাকা।
২০২২-২০২৩ এ আয় ছিল ২২৫ কোটি টাকা, ব্যয় ৩৩ কোটি টাকা। ২০২১-২০২২ অর্থবছরে আয় হয় ৭৯ কোটি টাকা, ব্যয় ২৭ কোটি টাকা। আর করোনা প্রভাবিত ২০২০-২০২১ অর্থবছরে আয় ছিল মাত্র ৩০ কোটি টাকা, ব্যয় ২৬ কোটি টাকা।
ঢাকা/রেজাউল/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র কর ড ন দর র
এছাড়াও পড়ুন:
রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা নাভালনির শরীরে বিষ প্রয়োগ করা হয়েছিল: স্ত্রীর দাবি
রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বলেছেন, দুটি বিদেশি পরীক্ষাগারে তাঁর স্বামীর শরীর থেকে সংগৃহীত জৈবিক নমুনা পরীক্ষা করে প্রমাণ পাওয়া গেছে, তাঁর শরীরে বিষ প্রয়োগ করা হয়েছিল।
রাশিয়ায় ভ্লাদিমির পুতিনবিরোধী নেতা নাভালনি ৪৭ বছর বয়সে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি আর্কটিক সার্কেলে একটি কারাগারে আকস্মিকভাবে মারা যান।
নাভালনির স্ত্রী নাভালনায়া বারবার তাঁর স্বামীকে হত্যার জন্য পুতিন সরকারকে অভিযুক্ত করেছেন। অবশ্য ক্রেমলিন এই অভিযোগকে ‘আজগুবি’ বলে উড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নাভালনির মৃত্যুর আগে পশ্চিমাদের সঙ্গে বন্দিবিনিময়ের অংশ হিসেবে তাঁকে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল।
নাভালনায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে তিনি বলেছেন, ২০২৪ সালে নাভালনির শরীর থেকে গোপনে জৈবিক নমুনা বিদেশে পাচার করা হয়েছিল। দুটি পরীক্ষাগার সেই নমুনা পরীক্ষা করেছে। এতে প্রমাণ পাওয়া গেছে, নাভালনিকে হত্যা করা হয়েছিল।
নাভালনায়া বলেন, দুটি ভিন্ন দেশের পরীক্ষাগারগুলো একই সিদ্ধান্তে পৌঁছেছে, অ্যালেক্সিকে হত্যা করা হয়েছে। আরও নির্দিষ্ট করে বললে, তাঁকে বিষ প্রয়োগ করা হয়েছিল।
নাভালনায়া পরীক্ষাগারগুলোকে এই ‘অস্বস্তিকর সত্য’ সম্পর্কে তাদের বিস্তারিত ফলাফল প্রকাশের দাবি জানান। তবে নাভালনির শরীরে কী ধরনের বিষ পাওয়া গেছে, সেটা তিনি নির্দিষ্ট করে বলেননি।
নাভালনায়া বলেন, ‘এসব ফলাফল জনগুরুত্বপূর্ণ এবং অবশ্যই প্রকাশ করা উচিত। আমাদের সবার সত্যিটা জানার অধিকার আছে।’
নাভালনায়ার এই মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমি তাঁর এসব মন্তব্য সম্পর্কে কিছুই জানি না। এ বিষয়ে কিছু বলতেও পারব না।’
অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া