ঝটিকা মিছিল: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
Published: 14th, September 2025 GMT
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
ফেরাউন-নমরুদের চাইতেও খারাপ শেখ হাসিনা ও আওয়ামী লীগ: দুলু
বিএনপির জনসভায় অপু বিশ্বাস, ‘আমি বগুড়ার মেয়ে’
গ্রেফতাররা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মকছেদুর ওরফে মোকসেদুর রহমান মোল্লা কিশোর, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো.
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিবি-মতিঝিল বিভাগ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে মো. মকছেদুর ওরফে মোকসেদুর রহমান মোল্লা কিশোরকে গ্রেপ্তার করে। একই দিন রাতে কলাবাগান থানার ইস্টার্ন প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে মো. এনামুল হুদা লালুকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম। মো. আব্দুল গাফফারকে ডিবির একটি টিম পৃথক অভিযানে গ্রেপ্তার করে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে ১২টায় ডিবি-ওয়ারী বিভাগ লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাহারুল ইসলাম টিটুকে ও রাতে মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো. সাইফুল ইসলাম লিয়নকে গ্রেপ্তার করে। একই সময়ে পল্লবী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নাঈম নোমানকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
অন্যদিকে, শনিবার দিবাগত রাত (১৪ সেপ্টেম্বর) ডেমরা থানার ডগাইর এলাকায় অভিযান পরিচালনা করে মো. হুমায়ুনকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ। একইদিন ডিবি-গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম ধানমন্ডি থানা এলাকা থেকে মো. মহিউদ্দিন মাতব্বরকে গ্রেপ্তার করে।
শিকদার সোহেল হাজারীকে ভোর আনুমানিক সাড়ে ৪টায় কাফরুল থানাধীন সেনপাড়া পর্বত এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।
ডিএমপি গণমাধ্যম শাখা জানায়, গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
ঢকাা/এমআর/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ স প ট ম বর ল ইসল ম আওয় ম
এছাড়াও পড়ুন:
পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়
ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম