পাঁচ দাবিতে জেলায় জেলায় জামায়াতের মানববন্ধন
Published: 15th, October 2025 GMT
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দাবিতে জেলায় জেলায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
জামায়াতের পাঁচ দাবি হলো: জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
আরো পড়ুন:
অস্ত্র মামলায় বহিষ্কৃত ছাত্রের শাস্তি প্রত্যাহার দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন
লালনের আখড়ায় মাদক সেবন বন্ধের দাবিতে মানববন্ধন
নড়াইল: আজ দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল শহরের আদালত সড়কে মানববন্ধন করেন জামায়াত নেতারা।
বক্তরা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান দিতে পারে। জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারকে দ্রুত নির্বাচন ঘোষণা করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, নড়াইল-২আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামিরুল হক টুটুল, জেলা কার্যকরী পরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন।
ঝালকাঠি: একই দাবিতে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন জামায়াতের নেতারা। এতে দলটির শত শত নেতাকর্মী অংশ নেন।
বক্তারা বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার উদ্যোগ একটি দলের এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা। তারা অভিযোগ করেন, সরকার একতরফা নির্বাচনের পথে হাটছে। নভেম্বর মাসে গণভোট এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
সরকারকে উদ্দেশে বক্তারা বলেন, গণমানুষের পাঁচ দাবি মেনে নিলে জাতি রাজনৈতিক সংকট থেকে মুক্তি পাবে। এতে শুধু জামায়াত নয়, গোটা জাতির মঙ্গল হবে।
ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “তৃতীয় দফায় আমরা পিআর পদ্ধতিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত ও গণভোটসহ পাঁচ দাবিতে মানববন্ধন করছি। সরকার যদি এই দাবিগুলো উপেক্ষা করে, তাহলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
মানববন্ধনে জেলা জামায়াতের নায়েবে আমির বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি এসএম ফরিদ উদ্দিনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ: বুধবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা এলাকায় জেলা জামায়াত আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দলটির জেলা আমির অধ্যাপক আলী আজম মো.
বক্তরা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে পিআর পদ্ধতির বিকল্প নেই। এজন্য এই পদ্ধতিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি। ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী জনগণের পাশে থেকে কাজ করছে।
নওগাঁ: পাঁচ দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত নওগাঁ শরিশাহাটি মোড় থেকে কাজীর মোড় পর্যন্ত সড়কের এক পাশে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
এর আগে, শহরের মুক্তির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে জামায়াত। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির খ.ম আব্দুর রাকিব। বক্তব্য রাখেন- নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম।
নাটোর: সকাল ১০টায় নাটোর শহর শাখা জামায়াতের উদ্যোগে নাটোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদকে অন্তর্ভুক্ত ও গণভোটের দাবিসহ পাঁচ দফা সরকারকে অবশ্যই মেনে নিতে হবে। দেশের স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় এই দাবিগুলো অনতিবিলম্বে কার্যকর করতে হবে।
মানববন্ধনে শহর জামায়াতের আমির মাওলানা রাশিদুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে, গত রবিবার জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দাবিতে সারা দেশে মিছিল ও জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেন জামায়াতে ইসলামীর নেতারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন এই কর্মসূচি পালিত হয়।
ঢাকা/শরিফুল, অলোক, শাহরিয়ার, সাজু, আরিফুল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর জ ল ই জ ত য় সনদ জ ম য় ত র আম র সনদ র ভ ত ত ত জনগণ র বক ত র সদস য ইসল ম গণভ ট দলট র সরক র
এছাড়াও পড়ুন:
সিলেটে মহাসড়ক সংস্কারের দাবিতে গণ-অবস্থান ও মানববন্ধন
ঢাকা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কার ও যাতায়াতের দুর্ভোগ দূর করার দাবিতে সিলেটে গণ-অবস্থান ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর আহ্বানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএনপির নেতা–কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক শুধু একটি রাস্তা নয়, এটি সিলেটবাসীর প্রাণরেখা। কিন্তু সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতায় এটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে, মানুষ দুর্বিষহ ভোগান্তিতে পড়ছে বলে তিনি অভিযোগ করেন।
ঢাকা-সিলেট মহাসড়কের বেহালের বিষয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, বছরের পর বছর সংস্কারের নামে কোটি কোটি টাকা খরচ হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। যানজট, দুর্ঘটনা আর ভাঙা রাস্তায় অতিষ্ঠ সিলেটবাসী। এতে পর্যটন ও ব্যবসায়িক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। তবু সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই।
অন্তর্বর্তীকালীন সরকারকে সিলেটবাসীর দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে জেলা বিএনপির সভাপতি বলেন, শুধু চট্টগ্রামে তিন ঘণ্টায় যাওয়া নিশ্চিত করলেই হবে না, সিলেটকেও সমান গুরুত্ব দিতে হবে। সিলেটকে আর বঞ্চিত করা যাবে না। সিলেটকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বঞ্চিত রাখা হয়েছে। তিন দফা ভয়াবহ বন্যার পরও ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সিলেটবাসীর দুর্ভোগের বিষয়ে অভিযোগ করে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে গ্যাস উৎপাদন হলেও এখানকার মানুষ গ্যাসসংকটে ভোগেন। রেলপথে ট্রেন সময়মতো আসে না, বিমানের ভাড়াও বেশি। শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি, সড়ক-রেলযোগাযোগ কিংবা বিমানবন্দর—সব ক্ষেত্রেই সিলেটকে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে।
মানববন্ধনে বক্তারা মহাসড়ক সংস্কারের কাজ দ্রুত শেষ করা, অতীত প্রকল্পে দুর্নীতির তদন্ত ও জড়িতদের শাস্তি নিশ্চিত করা, দুর্ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ ও বিকল্প ট্রাফিক ব্যবস্থার দাবি জানান। কর্মসূচি শেষে ২০ অক্টোবর জেলা বিএনপি জেলা প্রশাসকের কাছে এবং উপজেলা বিএনপি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেবে বলে ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ম সম্পাদক হাসান পাটোয়ারী রিপন, উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, উপদেষ্টা বদরুল ইসলাম জয়দু, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক এনামুল হক, গোয়াইনঘাট উপজেলার এম সাইফুর রহমান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, সিলেট বিভাগ শিক্ষক–কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি নিজাম উদ্দিন তরফদার প্রমুখ।
তিন সংগঠনের কর্মসূচি ঘোষণা
সিলেট-ঢাকা রেলপথকে ডাবল করা, নতুন ট্রেন চালু ও রেলের মানোন্নয়নের দাবিতে আগামী বুধবার রেললাইনে শোয়া কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তিনটি সংগঠন—সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসীকল্যাণ সংস্থা। সংগঠনগুলোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বেলা তিনটায় দক্ষিণ সুরমা রেলগেটে নাগরিক সমাবেশ এবং ৩টা ৪০ মিনিটে ১০ মিনিটের জন্য রেললাইনে শোয়া কর্মসূচি অনুষ্ঠিত হবে।
তাঁদের দাবির মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বিরতিহীন নতুন ট্রেন চালু, ডাবল লাইন নির্মাণ, ট্রেনের মানোন্নয়ন, সিলেট-ছাতক রুটে ট্রেন চালু, অতিরিক্ত বগি সংযোজন ও ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা।