চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার প্রস্তুতি।

আরো পড়ুন:

নির্বাচনে রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে: ফখরুল 

‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচিতে মানুষের দ্বারে দ্বারে নওশাদ 

ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত ভোট ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে গণনা করা হবে। ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে। এজন্য রয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.

মনির উদ্দিন বলেন, “অত্যন্ত শান্তিপূর্ণভাবে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। এখন ভোট গণনার প্রস্তুতি চলছে। ১৪টি এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনার কার্যক্রম সরাসরি প্রদর্শিত হবে।”

চাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় পাঁচটি অনুষদের নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রত্যেকটি কক্ষে ছিল পাঁচটি ব্যালট বাক্স।

নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন।

ঢাকা/রেজাউল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণন র

এছাড়াও পড়ুন:

চাকসু: ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার প্রস্তুতি।

আরো পড়ুন:

নির্বাচনে রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে: ফখরুল 

‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচিতে মানুষের দ্বারে দ্বারে নওশাদ 

ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত ভোট ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে গণনা করা হবে। ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে। এজন্য রয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “অত্যন্ত শান্তিপূর্ণভাবে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। এখন ভোট গণনার প্রস্তুতি চলছে। ১৪টি এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনার কার্যক্রম সরাসরি প্রদর্শিত হবে।”

চাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় পাঁচটি অনুষদের নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রত্যেকটি কক্ষে ছিল পাঁচটি ব্যালট বাক্স।

নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন।

ঢাকা/রেজাউল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ