ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ এক্সপো শুরু আজ
Published: 16th, October 2025 GMT
ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরার এক্সপো ভিলেজে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি এক্সপো–২০২৫’ এবং প্রথমবারের মতো ‘সাইনেজ টেকনোলজি এক্সপো-২০২৫’।
বুধবার (১৫ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ ৯টি দেশের ৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এক্সপোটি চলবে ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা ৩০মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশ সবার জন্য উন্মুক্ত ও সম্পূর্ণ ফ্রি। দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার।
কিচেন সলিউশন, ইন্টেরিয়র, ফার্নিচার, ফার্নিচার ফিটিংস, কার্টেন, হোম অটোমেশন ও অন্যান্য লাইফস্টাইল পণ্য নিয়ে ইন্টেরিয়র টেকনোলজি এক্সপো আয়োজন করছে এফ টাচ ইভেন্টস লিমিটেড। অন্যদিকে ফার্নিচার সরঞ্জাম, পাওয়ার টুলস, ফার্নিচার মেশিনারি, উড ও মেটাল টেকনোলজি নিয়ে সেকেন্ড ফার্নিটেক এক্সপো এর পৃষ্ঠপোষকতা করছে উড টেক সলিউশন এবং মেটাল টেক সলিউশন। এছাড়া, একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাইনেজ মেশিনারিজ ও ডিজিটাল সাইনেজ নিয়ে সাইনেজ টেকনোলজি এক্সপো।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো.
৫০টিরও বেশি প্রতিষ্ঠান অন্তত ৭০টি দেশি বিদেশি ব্র্যান্ড এর কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জা পণ্য, ফার্নিচার, ডোর, বোর্ড প্রিন্টিং মেশিন, ইন্টেরিয়র সেক্টরে ব্যবহৃত সফটওয়ার, হোম অটোমেশন প্রযুক্তি ইত্যাদি ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট ও সাধারণ মানুষের দোরগোড়ায় একই ছাদের নিচে প্রদর্শন করবেন। পাশাপাশি ফার্নিচার শিল্প ও কাঠের দরজা নিয়ে যারা কাজ করেন তাদের জন্যও থাকছে ফার্নিচার তৈরির বিভিন্ন সরঞ্জাম, টুলস ও মেশিনারিজের সমাহার।
বাংলাদেশ সহ ৯টি দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কিচেন সলিউশন, বাসা ও অফিস ফার্নিচার, বোর্ড, দরজা, উড জালিকাটিং, মেটাল জালিকাটিং, ফার্নিচার ফিটিংস ও এক্সেসরিস, ডেকোরেটিভ ও ইন্ডাস্ট্রিয়াল লাইট, ইন্টেরিয়র ডিজাইন সেবা ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করছে।
উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান বলেন, “দ্বিতীয় ফার্নিটেক এক্সপো ২০২৫ উডওয়ার্কিং ও ফার্নিচার সেক্টরের জন্য একটি চমক হতে যাচ্ছে। গত ফেয়ারের ধারাবাহিকতায় এবারও উদ্যোক্তা, ফার্নিচার প্রস্তুতকারী, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার ও পেশাজীবী, ছাত্র-ছাত্রী এবং এই খাতের অভিজ্ঞদের মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে এই ফেয়ারটি।”
তিনি আরো বলেন, “যারা কিচেন সলিউশন, গৃহসজ্জা পণ্য, সিরামিক, লাইটিং, ফার্নিচার ও অন্যান্য লাইফস্টাইল পণ্য সম্পর্কে ধারণা নিতে চান এবং ফার্নিচার ও কাঠের দরজা শিল্পের সঙ্গে জড়িত কিংবা জড়িত হতে চান তারা এ প্রদর্শনী থেকে অবশ্যই উপকৃত হবেন।”
আয়োজকদের পক্ষ থেকে এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ জানান, এই মেলায় ইন্টেরিয়র টেকনোলোজি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজ ছাড়াও প্রথম বারের মতো ইন্টেরিয়র সেক্টরে ব্যাবহারের সফটওয়ার প্রদর্শিত হতে যাচ্ছে যা দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পে বিশেষ অবদান রাখবে।
এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন অফার।
ঢাকা/এনটি/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রদর শ র জন য স ইন জ
এছাড়াও পড়ুন:
সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবি এবং সোমবার ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজট সৃষ্টি হয় আশপাশের সড়কেও।
শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বিলুপ্তির কথা বলা হয়েছে। এতে কলেজটির শত বছরের ঐতিহ্য বিলুপ্ত হবে। তাই আইন সংশোধনে তারা রাজপথে নেমেছেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো— ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ কার্যকর করার আগে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনা করতে হবে। ঢাকা কলেজের জমি ও ভবন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে না দেওয়ার বিষয়ে লিখিত নিশ্চয়তা দিতে হবে। ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শাখা কখনোই বাতিল বা অন্যত্র স্থানান্তর করা যাবে না।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান, জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে সায়েন্সল্যাবের মতো গুরুত্বপূর্ণ সড়ক থেকে অবরোধ তুলে নিতে। পরে শিক্ষার্থীরা তার আহ্বানে অবরোধ তুলে নেন এবং সড়ক ছেড়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গতকাল সোমবার ঢাকা কলেজে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ঢাকা/রায়হান/ইভা