মুন্সিগঞ্জের শ্রীনগরে ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামেলা বেগম (৬৮) গাদিঘাট গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন এবং হাঁটাচলা করতে পারতেন না।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে সামেলা বেগমের বোনের স্বামী মারা যান। সামেলার স্বামী আবদুর রাজ্জাকসহ পরিবারের সদস্যরা তাঁর বাড়িতে দাফনকাজ সম্পন্ন করতে যান। এ সময় সামেলা বেগম বাড়িতে একা ছিলেন। রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ তাঁদের বসতঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। অসুস্থতার কারণে সামেলা বেগম ঘরের ভেতরেই আটকা পড়ে যান।

খবর পেয়ে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে রাতেই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে আবদুর রাজ্জাকের বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে তাঁদের সঙ্গে যোগ দিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘর থেকে সামেলা বেগমের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অপরাধ, বিশ্বাসঘাতকতা ও মানবিকতার গল্প ‘গিরগিটি’

মানুষ যখন গিরগিটির মতো রং বদলায়, তখন সত্য ও মিথ্যার সীমারেখা মুছে যায়—এই ভাবনাকে কেন্দ্রে রেখে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘গিরগিটি’। অপরাধ, দুর্নীতি ও বিশ্বাসঘাতকতার জটিল সম্পর্কের গল্প নিয়ে নির্মিত সিরিজটি ‘বঙ্গ’তে মুক্তি পেয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে। পরিচালনা করেছেন লস্কর নিয়াজ মাহমুদ।
২০১৯ সালে মেরিল–প্রথম আলোর প্রকল্প ‘ফেম ফ্যাক্টরি’ আয়োজিত ‘আগামীর নির্মাতা’ প্রতিযোগিতায় সেরা তিন নির্মাতার একজন হয়েছিলেন লস্কর নিয়াজ মাহমুদ। সে সময় তিনি নির্মাণ করেছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যদি জানতে, যার তত্ত্বাবধানে ছিলেন নির্মাতা আশফাক নিপুন।

আ স ম রাহাত মেহেদি হকের গল্প থেকে গিরগিটির চিত্রনাট্য করেছেন জ্যোতির্ময় রায়। অভিনয়ে আছেন আশীষ খন্দকার, ইরফান সাজ্জাদ, মোহনা মিম, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা ও মিলন ভট্টাচার্য।

ইরফান সাজ্জাদ

সম্পর্কিত নিবন্ধ