Risingbd:
2025-10-16@15:34:26 GMT

হুতিদের চিফ অব স্টাফ নিহত

Published: 16th, October 2025 GMT

হুতিদের চিফ অব স্টাফ নিহত

ইয়েমেনের হুতিদের চিফ অব স্টাফ মুহাম্মদ আবদ আল-করিম আল-ঘামারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার হুতিদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান সমর্থিত হুতিদের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন আবদ-আল করিম। তিনি ‘কর্তব্য পালনের সময়’ নিহত হয়েছেন।

এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইসরায়েলকে দোষারোপ না করে হুতিরা জানিয়েছে, ইসরায়েলের সাথে সংঘাত শেষ হয়নি। ইসরায়েল ‘তাদের  অপরাধের জন্য প্রতিশোধমূলক শাস্তি পাবে।’

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। ইসরায়েলের ওপর ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় হামলার মাধ্যমে ইসরায়েল প্রতিক্রিয়া জানিয়েছে। 

গত আগস্টে ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়ে হুতি সমর্থিত সরকারের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রীকে হত্যা করেছিল ইসরায়েল।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য

এছাড়াও পড়ুন:

দেশের মানুষ পিআর বোঝে না, চায়ও না: মেজর (অব.) হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ পিআর বোঝে না, আর সেটি চায়ও না। এ দেশের মুক্তিকামী মানুষ গণতন্ত্রে বিশ্বাসী। তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দিতে চায়।

আজ বৃহস্পতিবার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার খাসের হাট এলাকায় শম্ভুপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ দেশটাকে লুটেপুটে খেয়ে গেছে। দেশের প্রবাসী শ্রমিকেরা বিদেশ থেকে কষ্টার্জিত যে টাকা পাঠাতেন, তা রাষ্ট্রীয় কোষাগারে জমা হতো। কিন্তু সেই অর্থ শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা ও ছেলে জয় মিলে বিদেশে পাচার করেছেন। আওয়ামী লীগই দেশে গুম, খুন ও নির্যাতনের রাজনীতি শুরু করেছিল।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য স্থানীয় নেতাদের সতর্ক করে বলেন, কেউ চরের ভূমিহীন মানুষের জমি দখল বা লুটপাট করলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।

সভায় শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ওমর আসাদ ও শম্ভুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আর রহমান।

সম্পর্কিত নিবন্ধ