পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
Published: 16th, October 2025 GMT
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল সিলেটের উদ্দেশে। পথে কাপলিংক ছিঁড়ে ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বগি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন অতিক্রম করার পর মোমিনছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনার শিকার হয় পাহাড়িকা এক্সপ্রেস। প্রায় ৩ ঘণ্টা পর কাপলিংক মেরামত করা হলে সিলেটের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
আরো পড়ুন:
বরিশালে বাসচাপায় স্কুলছাত্র নিহত
ট্রাকচাপায় প্রাণ গেল বাবার, গুরুতর আহত ছেলে
এ দুর্ঘটনার কারণে সিলেট-ঢাকা রুটের পারাবত এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও রেলস্টেশনে আটকা পড়েছিল।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আনুমানিক সাড়ে ৩টার সময় কুলাউড়া স্টেশন ছেড়ে যায়। প্রায় ৪০ মিনিট পর ট্রেনটি ভাটেরা স্টেশন অতিক্রম করে মোমিনছড়া চা বাগান এলাকায় গেলে হঠাৎ করে কাপলিংক ছিঁড়ে যায়।
পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রী সোহেল সিদ্দিকী জানিয়েছেন, বিকট শব্দে কাপলিংক বিচ্ছিন্ন হয়ে গেলে ট্রেনটি থেমে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি।
কুলাউড়া জংশন স্টেশনের মাস্টার রুমান আহমদ জানিয়েছেন, কুলাউড়া থেকে প্রকৌশলীদল ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি মেরামত করেছে। পরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি।
ঢাকা/আজিজ/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর দ র ঘটন ট র নট
এছাড়াও পড়ুন:
টেকনো ড্রাগসে ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেডে ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিকে রেটিং দিয়েছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।
সোমবার (১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলফা ক্রেডিট রেটিং লিমিটেডের রেটিং অনুযায়ী, রেনাটা লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগতসহ গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা