ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার কানাডার রেস্তোরাঁয় আবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গত চার মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো কপিলের রেস্তোরাঁ ‘ক্যাপস ক্যাফে’ টার্গেট করল দুষ্কৃতকারীরা। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে শহরে অবস্থিত এই ক্যাফেতে বুধবার স্থানীয় সময় রাতে হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, অন্তত তিনটি গুলি ছোড়া হয় ক্যাফের বাইরে। সৌভাগ্যবশত কেউ আহত হননি। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একজন সশস্ত্র ব্যক্তি কপিলের ক্যাফে লক্ষ্য করে গুলি ছুড়ছেন।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দায় স্বীকার
গোল্ডি ধিলন ও কুলবীর সিধু (নেপালি) নামের দুই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই হামলার দায় স্বীকার করেছেন। তাঁরা দুজনই ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। হামলার পর বিষ্ণোই গোষ্ঠী নামের একটি পেজ থেকে লেখা হয়, ‘সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। যাদের সঙ্গে আমাদের ঝগড়া, তারা দূরে থাকুক। যারা বেআইনি কাজ করে আর টাকা দেয় না, তারাও প্রস্তুত থাকুক। বলিউডে কেউ যদি ধর্মের বিরুদ্ধে কথা বলে, তার জন্যও শাস্তি আসবে। বুলেট যেকোনো দিক থেকেই আসতে পারে।’ এ নিয়ে গত চার মাসে তৃতীয়বার কপিল শর্মার রেস্তোরাঁয় গুলি চালাল একই গোষ্ঠী।

আগেও ছিল হামলা ও হুমকি ফোন
এর আগে চলতি বছরের ৮ আগস্ট কপিলের ক্যাফেতে একবারে ২৫টি গুলি চালানো হয়। তখনো কেউ হতাহত না হলেও ক্যাফেটির দেয়াল ও জানালায় গুলির চিহ্ন দেখা যায়।  গত ২২ ও ২৩ সেপ্টেম্বর কপিল শর্মার কাছে একাধিক হুমকি ফোন আসে। তাঁর কাছ থেকে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়। ফোনে হুমকি দেওয়া হয়, ‘টাকা না দিলে ভয়ংকর পরিণতি হবে।’ এ ঘটনায় কলকাতা থেকে দিলীপ চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাকি বিষ্ণোই গ্যাংয়ের হয়ে চাঁদা আদায়ের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুনকে এই লরেন্স বিষ্ণোই? সালমান খানের সঙ্গে কিসের শত্রুতা২৪ এপ্রিল ২০২৪

সালমান খানের পর
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে বলিউড সুপারস্টার সালমান খানের দ্বন্দ্ব বহুদিনের পুরোনো। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যার মামলার পর থেকেই বিষ্ণোই সম্প্রদায় সালমানকে টার্গেট করে আসছে।
এখন কপিল শর্মা—যিনি সালমানের ঘনিষ্ঠ বন্ধু। তাঁর রেস্তোরাঁয় পরপর তিনবার হামলার ঘটনায় প্রশ্ন উঠেছে, ‘সালমানের ঘনিষ্ঠ বলেই কি কপিল শর্মা এখন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায়?’ পুলিশ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে তদন্তে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনসালমান খানের বাড়িতে গুলি, পুলিশি হেফাজতে অভিযুক্ত ব্যক্তির আত্মহত্যা০১ মে ২০২৪নয়াদিল্লির একটি আদালতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিবেষ্টিত লরেন্স বিষ্ণোই। ১৮ এপ্রিল ২০২৩.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সরকারি মাধ্যমিকের শিক্ষকেরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরা আজ সোমবার থেকে চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এর ফলে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন বিদ্যালয় গতকালই নোটিশ দিয়ে আজকের পরীক্ষা স্থগিত করার কথা জানিয়েছে।

ঢাকা কলেজিয়েট স্কুল গতকালই নোটিশ দিয়ে আজকের পরীক্ষার না নেওয়ার কথা জানিয়েছে। সকালে খুলনায় অবস্থিত সরকারি করোনেশন গার্লস হাইস্কুলের একজন শিক্ষক জানান তাঁদের বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে না। রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলেও বার্ষিক পরীক্ষা হয়নি। এ ছাড়াও শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়েও আজকের পরীক্ষা হয়নি।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি চলছে। এই সমিতির কেন্দ্রীয় সমন্বয় কমিটির সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক আজ সকালে প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় যদি তাঁদের দাবিগুলো পূরণের বিষয়ে রূপরেখাসহ সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেন তাহলে তাঁরা শিক্ষার্থী ও জাতীয় স্বার্থে কর্মবিরতি রাখবেন না।

এর আগে গতকাল আন্দোলনকারী শিক্ষকদের আরেকজন প্রথম আলোকে বলেছিলেন, সরকার দাবি মেনে নিলে সপ্তাহের ছুটির দিন শুক্র ও শনিবার বাকি পরীক্ষাগুলো নেবেন তাঁরা এবং ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করবেন। আর দাবি না মানলে কর্মবিরতি চলবে।

মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো

১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর গেজেট প্রকাশ।

২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।

৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া।

৪. ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ