নাটোর থেকে মোটরসাইকেলে কক্সবাজার, ফেরার পথে দুর্ঘটনায় তরুণ বাইকারের মৃত্যু
Published: 16th, November 2025 GMT
নাটোর থেকে সাতটি মোটরসাইকেলে কক্সবাজার বেড়াতে এসেছিলেন ১৩ তরুণ বাইকার। ভ্রমণ শেষে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারায় বহরের একটি মোটরসাইকেল। এতে মারা যান এক বাইকার। আজ রোববার বেলা সোয়া দুইটার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলা অংশের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম সাকিবুল হাসান (২৫)। তিনি নাটোরের সিংড়া উপজেলার আতাউর রহমানের ছেলে। একটি ‘বাইকার গ্রুপের’ সঙ্গে তিনি নাটোর থেকে মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ১৩ সদস্যের এই দল গত বৃহস্পতিবার কক্সবাজারে ভ্রমণে আসে। আজ দলের সদস্যরা ঢাকায় ফিরছিলেন। গতি বেশি থাকায় একটি মোটরসাইকেল চুনতি জাঙ্গালিয়া এলাকায় গতিরোধকে লেগে নিয়ন্ত্রণ হারায়। এরপর মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আরোহী সাকিবুল গুরুতর আহত হন। দলের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দলের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাকিবুলের সঙ্গে একই মোটরসাইকেলে আরেক আরোহী ছিলেন। তবে তিনি আশঙ্কামুক্ত। জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ হাসপাতালে আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
২০২৬ সালে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ
২০২৬ সালে ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছর ব্যাংকগুলোর জন্য ২৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিন হবে শবে-বরাত উপলক্ষ্যে। ৪ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। এরপর শবে কদর উপলক্ষে ১৭ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।
চৈত্র সংক্রান্তি (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দারবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য) ১৩ এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে। এরপর বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ এপ্রিল, মে দিবস ও বৌদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে ১ মে, ২৬ থেকে ৩১ মে পাঁচদিন ঈদুল আজহা উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে।
এদিকে, আশুরা উপলক্ষ্যে ২৬ জুন, ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষ্যে একদিন, জুলাই গণঅভ্যুত্থান ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২৬ আগস্ট, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর, বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর, বড়দিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর ও ব্যাংক হলিডে উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ৯ নভেম্বর প্রজ্ঞাপন অনুযায়ী সব তফসিলি ব্যাংকের জন্য এ ছুটি কার্যকর হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের তালিকায় দেখা গেছে, চলতি বছর দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৭ দিন, আগের বছর ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৪ দিন।
ঢাকা/নাজমুল//