সাকিব-সাইফের পর আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিনও
Published: 16th, November 2025 GMT
সাকিব আল হাসান আর সাইফ হাসানের পর আবুধাবি টি-টেন লিগে দল পেলেন তাসকিন আহমেদও। দল পেয়েছিলেন নাহিদ রানাও, কিন্তু শেষ পর্যন্ত তাঁর খেলা হচ্ছে না।।
আজ রোববার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনকে দলে নেওয়ার ঘোষণা দেয় নর্দান ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজি। আট দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৮ নভেম্বর। ফাইনাল ৩০ নভেম্বর।
আরও পড়ুন৪ কোটি রুপি কম পাবেন জেনেও কেন চেন্নাই ছাড়লেন জাদেজা৫ ঘণ্টা আগেএবার আবুধাবি টি-টেনে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে এসেছে রয়্যাল চ্যাম্পস। ড্রাফট শুরুর আগেই তারা দলে টেনে নেয় সাকিব আল হাসানকে। গ্লোবাল লেজেন্ড ক্যাটাগরিতে সাকিবের সঙ্গে দলে যোগ দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস আর জেসন রয়ও। জাতীয় দলের বাইরে থাকায় সাকিব এ টুর্নামেন্টে খেলবেন শুরু থেকেই।
১৮ অক্টোবর হওয়া ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে সাইফ হাসানকে দলে নিয়েছে অ্যাসপিন স্ট্যালিয়ন্স। ‘সি’ ক্যাটাগরি থেকে দল পেয়েছিলেন নাহিদ রানাও। ভিস্তা রাইডার্সের হয়ে খেলার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় এ আসরে আর খেলা হচ্ছে না তাঁর।
আরও পড়ুনস্পিনিং উইকেটে ভারতীয় ব্যাটসম্যানদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন পাঠান২৭ মিনিট আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটি নিয়ে যে নির্দেশনা দিল মন্ত্রণালয়
যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অস্থায়ী (অ্যাডহক) পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়েছে তার মধ্যে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা তার প্রতিনিধিরা সভাপতির দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে গতকাল শনিবার নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যানদের প্রতি এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনা পত্রে জানানো হয় হাইকোর্টের রিট মামলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগ গত ৮ সেপ্টেম্বর জারি করা ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা অনুযায়ী অ্যাডহক কমিটি ও নিয়মিত কমিটি গঠন সংক্রান্ত পরিপত্রটি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে ওই নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুনএইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী৭ ঘণ্টা আগে