গত ডিসেম্বর মাসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করে আইওএস ১৮.২ সংস্করণ উন্মুক্ত করে অ্যাপল। সংস্করণটিতে কাস্টম জেনমোজি, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স এবং সিরিতে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ মিললেও বেশ কিছু ত্রুটি থাকায় আইফোন ব্যবহারকারীদের অনেকেই নিজেদের অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। আর তাই এক মাসের মধ্যে ‘আইওএস ১৮.

২.১’ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। শুধু তা–ই নয়, নিরাপদে আইফোন ব্যবহারের জন্য দ্রুত সংস্করণটির ইনস্টলের পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন সংস্করণটিতে বেশ কিছু নিরাপত্তাত্রুটি সমাধানের কথা বলা হলেও সেগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি অ্যাপল। তবে আইওএস ১৮.২ সংস্করণে থাকা গ্রুপ চ্যাটের নোটিফিকেশন সমস্যার পাশাপাশি ফটো অ্যাপের অস্বাভাবিক ধূসর অনুভূমিক লাইন এবং অ্যাপল কার প্লের সংযোগ সমস্যার সমাধান করা হয়েছে নতুন সংস্করণে। পাশাপাশি আইফোনের ধীরগতি, অ্যাপ ক্র্যাশ ও কি–বোর্ড ঠিকমতো কাজ না করা সমস্যারও সমাধান করা হয়েছে।  

আরও পড়ুননতুন আইফোন কিনে বিপাকে ব্যবহারকারীরা২২ অক্টোবর ২০২৪

অ্যাপলের তথ্যমতে, আইফোনে স্বয়ংক্রিয় ডাউনলোড সুবিধা চালু থাকলে আইওএসের হালনাগাদ সংস্করণটি নিজ থেকেই ইনস্টল হয়ে যাবে। তবে ডাউনলোড না হলে, সেটিংস অ্যাপে প্রবেশ করে ‘সফটওয়্যার আপডেট’ বিভাগে যেতে হবে। সেখানে ‘সফটওয়্যাড আপডেট এভেইলেবল’ নামে একটি বার্তা দেখা যাবে। এই বার্তায় ট্যাপ করলে আপডেট ইনস্টল করার অপশন দেখাবে। সেখানে ‘ডাউনলোড এবং ইনস্টল’ নির্বাচন করতে হবে। এরপর পাসকোড প্রবেশ করে ইনস্টলেশনের প্রক্রিয়া শুরু করতে হবে। ইনস্টলেশনের সময় ডিভাইসটি অবশ্যই চার্জে দিয়ে রাখতে হবে। হালনাগাদ ইনস্টলের কোনো বার্তা না দেখালে সেটিংস থেকে ‘জেনারেল’ মেনুতে গিয়ে ‘সফটওয়্যার আপডেট’ অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী সময়ে হালনাগাদ স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করার জন্য ‘অটোমেটিক আপডেটস’ চালু রাখতে হবে।
সূত্র: ডেইলি মেইল

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ

বেসরকারি সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদে অভিজ্ঞ ও যোগ্য কর্মী নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।

নিয়োগপ্রাপ্তরা ওয়েব ও মোবাইল ভিত্তিক সফটওয়্যার, ডেটাবেজ পরিচালনা, রিপোর্টিং ব্যবস্থা ও কম্পিউটার প্রোগ্রাম তৈরির কাজে নিয়োজিত হবেন। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ৫ বছর এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর, ন্যূনতম CGPA ৩.০০।

চাকরির স্থান প্রশিকার সদর দপ্তর, ঢাকা, বয়সসীমা ৩৫ বছর, এবং ৬ মাসের প্রোবেশন পিরিয়ড রয়েছে।

আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫, আবেদন ফি ৫০০ টাকা। প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিতে হবে।

একনজরে

পদ: সিনিয়র ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার

সংখ্যা: ২

যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর, CGPA ৩.০০+

অভিজ্ঞতা: ৫ বছর (সিনিয়র), ২ বছর (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)

বয়স: ৩৫ বছর

আরও পড়ুনটিআইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ, নেবে ১২৫ জন৩ ঘণ্টা আগে

চাকরির স্থান: সদর দপ্তর, ঢাকা

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫

আবেদন ফি: ৫০০ টাকা

যোগাযোগ: ডিরেক্টর, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, মিরপুর-২, ঢাকা। ই–মেইল: [email protected]

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ