দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে আবারও সরব হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। সেখানকার দুই প্রধান দল আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে চলছে কথার চালাচালি। এর মধ্যে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নির্বাচনে অংশ না নিতে বিভিন্নভাবে কটাক্ষ করছে বিজেপি। এসবের জবাবে কেজরিওয়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে রোববার ভিন্ন রকম শর্ত দিয়েছেন। 

তিনি বলেছেন, দিল্লির যেসব বস্তিবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে, সেগুলো যদি তিনি তুলে নেন এবং যেসব বস্তিবাসীকে উচ্ছেদ করা হয়েছে, তাদের পুনরায় থাকার জায়গা দেওয়া হয়, তাহলে তিনি আর নির্বাচন করবেন না। 

কেজরিওয়াল বলেন, আমি অমিত শাহকে চ্যালেঞ্জ দিচ্ছি। এই চ্যালেঞ্জ গ্রহণ করুন, আমি নির্বাচন করব না। অন্যদিকে, কংগ্রেসের নেতা শচীন পাইলট বলেছেন, যদি এবারের বিধানসভায় তাদের দল জয় পায়, তাহলে দিল্লির শিক্ষিত তরুণদের এক বছর প্রতি মাসে ৮ হাজার ৫০০ রুপি করে দেবেন তারা। সঙ্গে এসব তরুণকে যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করবেন। 

আগামী ৫  ফেব্রুয়ারি বিধানসভার ভোট গ্রহণ হবে। এর পর ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে ফলাফল। বর্তমানে সেখানে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। তবে গত বছর দুর্নীতির অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন কেজরিওয়াল। নতুন নির্বাচনের মাধ্যমে তিনি আবারও নেতৃত্বে আসার চেষ্টা করছেন। 

সত্তা বাজার নামের একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, এবারও আম আদমি পার্টিরই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। তবে তাদের আসন সংখ্যা কমতে পারে। অন্যদিকে, সর্বশেষ নির্বাচনে মাত্র আটটি আসন পাওয়া বিজেপি চমক দেখিয়ে দিল্লিতে শক্ত অবস্থান তৈরি করতে পারে। খবর এনডিটিভির

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

অতিরিক্ত মোটা হওয়ায় যাত্রীকে তুলতে অস্বীকৃতি উবার চালকের

চিকিৎসকের কাছে যাওয়ার জন্য সম্প্রতি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের একটি গাড়ি ডেকেছিলেন মাইকেল। গাড়িটি আসার পর দরজা খুলে ভেতরে ঢুকতে যেতেই বাধল বিপত্তি। ‘অতিরিক্ত মোটা’ হওয়ায় চালক তাঁকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানান। যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গেমিং প্ল্যাটফর্ম টুইচের জনপ্রিয় স্ট্রিমার মাইকেল। ওই প্ল্যাটফর্মে তাঁর ৬০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি তাঁর কল অব ডিউটি গেমপ্লের জন্য পরিচিত।

মাইকেল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওর শিরোনামে তিনি লিখেছেন, ‘আমি মজা করছি না। আমার উবার চালক বলেছেন, আমি নাকি অনেক বেশি মোটা। তাই তাঁর গাড়িতে আমাকে নেওয়া সম্ভব নয়। এমনকি তিনি আমার দিকে বন্দুক তাক করার হুমকিও দিয়েছেন।’ মাইকেলের ওই ভিডিও পাঁচ কোটিবারের বেশি দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মাইকেল উবারের গাড়িচালককে বলছেন, ‘আপনি এইমাত্র বললেন, আমি নাকি অনেক বেশি মোটা। আমি কিন্তু আপনার ভিডিও করছি।’ উত্তরে উবার চালক নারী বলেন, ‘এটা যুক্তি আর বাস্তবতার ব্যাপার। আর আমি এটা বলার অধিকার রাখি।’ কিন্তু বাক্যটি শেষ করার আগেই মাইকেল তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘না, আপনি এটা বলতে পারেন না।’ তখন ওই নারী হাত উঁচিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি পারি। এটা আমার গাড়ি। আপনি এখান থেকে চলে যান।’

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ওই উবার চালক বলেন, ‘আপনি কি চান, আমি আমার বন্দুকটা বের করি?’ এ কথা শোনার সঙ্গে সঙ্গে মাইকেল গাড়ির দরজা বন্ধ করে সেখান থেকে চলে যান। এক্সে দেওয়া অন্য একটি পোস্টে মাইকেল বলেন, এ ঘটনার কারণে তিনি সেদিন চিকিৎসকের কাছে যেতে পারেননি।

উবারের নীতি অনুযায়ী, চালকেরা বৈধ কারণ ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানাতে পারবেন না। ওজন, লিঙ্গ, বর্ণ কিংবা ধর্মের ভিত্তিতে কোনো যাত্রীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা সম্পূর্ণ নিষেধ।

এই ঘটনা ভাইরাল হওয়ার পর উবার চালকের আচরণের তীব্র সমালোচনা করেছেন অনেকে।

সম্পর্কিত নিবন্ধ